টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম বছর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2021 10:11 PM BdST Updated: 03 Sep 2021 10:24 PM BdST
নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তিন ম্যাচ এখনও বাকি। সামনে আছে বিশ্বকাপ। আরও টি-টোয়েন্টি ম্যাচ আছে বিশ্ব আসরের পরও। তবে এবছর এখনই হয়ে গেছে এই সংস্করণে বাংলাদেশের সেরা বছর!
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ে এই বছর মাহমুদউল্লাহদের জয় সংখ্যা হলো ৮টি। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এটিই।
এবারের আগে সবচেয়ে বেশি জয় ছিল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে। ২০১৬ সালে ৭ জয় পেয়েছিল বাংলাদেশ।
ওই বছর ৭ জয় ছিল ১৬ ম্যাচ খেলে। এবার ৮ জয় এলো ১৩ ম্যাচেই। ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জয় ছিল ৫টি।
এই রেকর্ডে বড় ভূমিকা সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে জিম্বাবুয়ে সফরে জয় ছিল ২-১ ব্যবধানে। এই নিউ জিল্যান্ড সিরিজে দুই ম্যাচে এসেছে দুটি জয়।
রেকর্ড গড়া জয়ের পর মাহমুদউল্লাহ বললেন, এই সংস্করণে ভালো করার বিশ্বাসটা তাদের সবসময়ই ছিল।
“আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা এই সংস্করণে ভালো দল। স্রেফ নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার আমাদের, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই ধারা (জয়ের) ধরে রাখতে পেরে আমরা খুশি।”
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস