টি-টোয়েন্টির নেতৃত্বে মাশরাফিকে ছাড়িয়ে মাহমুদউল্লাহ

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ঘটনাক্রমে পাওয়া সেই দায়িত্বের পথ ধরেই তিনি এখন দেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক। এই অলরাউন্ডার ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজাকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 03:13 PM
Updated : 1 Sept 2021, 03:13 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জয়ে রেকর্ডটি নিজের করে নেন মাহমুদউল্লাহ।

তার নেতৃত্বে এই সংস্করণে বাংলাদেশের জয় এখন ১১টি। অধিনায়ক মাশরাফির জয় ১০টি।

মাশরাফির নেতৃত্বে ওই ১০ জয় ছিল ২৮ ম্যাচে। মাহমুদউল্লাহ তাকে পেরিয়ে গেলেন ৫ ম্যাচে কম নেতৃত্ব দিয়েই।

মাহমুদউল্লাহর এই ১১ জয়ের ৭টিই এলো সবশেষ ৯ ম্যাচে।

নেতৃত্বের রেকর্ডে এই দুজনের পরে আছেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ২৩ ম্যাচে জয় ৮টি। সাকিব আল হাসানের নেতৃত্বে ২১ ম্যাচে জয় ৭টি।