২০০৭ বিশ্বকাপের স্মৃতি মনে পড়ছে সাকিবের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2021 08:43 PM BdST Updated: 01 Sep 2021 08:43 PM BdST
মন্থর ও টার্নিং উইকেটে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কতটা হচ্ছে বাংলাদেশের, সেই প্রশ্ন উচ্চকিত হচ্ছে সময়ের সঙ্গে। তবে সাকিব আল হাসানের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে জয়ের আত্মবিশ্বাস। তার মনে পড়ছে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের কথা। সেবারও টানা কিছু জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গিয়ে ভালো করেছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের ৪-১ ব্যবধানের জয়ে উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য ভীষণ কঠিন। ব্যাটসম্যানদের প্রস্তুতি সেখানে আদর্শ হয়নি নিশ্চিতভাবেই। এবার নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের উইকেটের চিত্র আরও করুণ। কিউইরা এখানে অলআউট হয় ৬০ রানে। বাংলাদেশের জিততে লাগে ১৫ ওভার।
১০ রানে ২ উইকেট নেওয়ার পর ২৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া সাকিব আপাতত স্বস্তি পাচ্ছেন জয় দিয়ে দল সিরিজ শুরু করতে পারায়।
“সিরিজের প্রথম ম্যাচ জিততে পারা সবসময়ই দারুণ অনুভূতি। বিশেষ করে, নিউ জিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও জিতিনি আগে (টি-টোয়েন্টিতে)। এই জয় তাই আমাদের প্রেরণা জোগাবে এবং পরের ম্যাচগুলিতে জয়ের আত্মবিশ্বাস দেবে।”
তবে বিশ্বকাপের আগে যেহেতু এটি বাংলাদেশের শেষ সিরিজ, প্রস্তুতির প্রসঙ্গও তাই আসছে বারবার। বিশ্বকাপে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উইকেট নিশ্চিতভাবেই থাকবে না এতটা ব্যাটিং প্রতিকূল। মিরপুরের উইকেটে ব্যাটসম্যানদের প্রস্তুতি যেমন ভালো হচ্ছে না, তেমনি বোলারদের অনুশীলনও আদর্শ হচ্ছে না খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে না হওয়ায়।
জয়ের আত্মবিশ্বাস অবশ্য মিলছে। ১৪ বছর আগের বিশ্বকাপের স্মৃতি মনে করে এটিকেই সবচেয়ে বড় একটি প্রাপ্তি মনে করছেন সাকিব।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচ জিতেছি। এটা আমাদের জন্য খুবই ভালো বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ায়। আমার মনে আছে, আমরা ২০০৭ বিশ্বকাপে যখন ভালো করি, তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা, ওয়ানডেতে। ওটা আমাদের সহায়তা করেছিল ২০০৭ বিশ্বকাপে ভালো করতে। আমার মনে হয় এই জয়গুলি দলের আত্মবিশ্বাসকে ভালো অবস্থায় নিয়ে যাবে, যেখানে আমরা বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারি।”
-
শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’