নিউ জিল্যান্ডের প্রস্তুতির অংশ বাংলাদেশের সাবেক কোচরাও
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2021 07:24 PM BdST Updated: 28 Aug 2021 07:24 PM BdST
-
নিউ জিল্যান্ডের কোচিং স্টাফে আছেন বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরা (মাঝে)। ছবি: বিসিবি।
বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতিতে কোনো কমতিই রাখেনি নিউ জিল্যান্ড। মন্থর উইকেট তৈরি করে অনুশীলন করা, দুটি ক্যাম্প করা, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিশ্লেষণ করা, এসব তো হয়েছেই। এখানকার কন্ডিশন ও ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নিয়েছে তারা বাংলাদেশের সাবেক কোচদের থেকেও। সব মিলিয়ে খর্বশক্তির দল পাঠালেও তারা আটঘাঁট বেঁধেই এসেছেন।
বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন অনেক দিন থেকেই নিউ জিল্যান্ডের বোলিং কোচ। এই সফরে তিনি আসেননি। তবে নানান তথ্য দিয়ে দলকে সহায়তা করেছেন প্রস্তুতিতে। এই সফরে ব্যাটিং কোচ হিসেবে নিউ জিল্যান্ড নিয়ে এসেছে বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরাকে।
এছাড়াও নিউ জিল্যান্ডের এই সফরের প্রধান কোচ গ্লেন পকন্যাল ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে অনেক দিন কাজ করেছেন বাংলাদেশের আরেক সাবেক কোচ জেমি সিডন্সের সঙ্গে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শনিবার পকন্যাল জানালেন, সিডন্স-সামরাবিরাদের কাছ থেকে বাংলাদেশ নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন তারা।
“জেমির (সিডন্স) সঙ্গে তিন বছর কাজ করেছি আমি। এখানকার কন্ডিশন সম্পর্কে তার ভালো ধারণা আছে, থিলানেরও (সামারাবিরা) আছে। ব্যাপারটি হলো, ওদের কাছ থেকে জেনে তা সহজভাবে ক্রিকেটারদের সামনে তুলে ধরা।”
“অবশ্য দিনশেষে, অপ্রত্যাশিত কিছুর জন্যও প্রস্তুত থাকতে হবে। পিচ ও কন্ডিশন বদলাতেই পারে। বিভিন্ন সময়ে এসব বদলাতে পারে। সবকিছুর জন্য তৈরি থাকতে হবে।”
থিলান সামারাবিরাকে যে আশায় এই সফরে নিয়োগ দেওয়া হয়েছে, সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যানের কাছ থেকে তা পাওয়া যাচ্ছে বলে জানালেন পকন্যাল।
“সে দারুণ কাজ করছে। বাংলাদেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার, এশিয়ান কন্ডিশন সম্পর্কেও তার জানাশোনা অনেক। স্পিন বোলিং সামলানোয় আরও বেশি বিকল্প খুঁজে বের করতে ব্যাটসম্যানদের সহায়তা করছে সে। আশা করি, এসব আমাদের জন্য এই ম্যাচগুলোয় অমূল্য হয়ে উঠবে।”
সার্বিক প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্টই নিউ জিল্যান্ড কোচ। এখন তিনি তাকিয়ে মাঠের লড়াইয়ে।
“আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। নিউ জিল্যান্ডে গোটা দুই ক্যাম্প হয়েছে আমাদের, যেখানে আমরা চেষ্টা করেছি এখানকার মতো উইকেট তৈরি করে খেলতে। এখানেও প্রস্তুতি নিচ্ছি। দিন শেষে এসবই আমাদের নিয়ন্ত্রণে আছে। যতটা সম্ভব, সেরা প্রস্তুতি নিতে হবে যা আমাদের ম্যাচে সেরা পারফর্ম করার সুযোগ দেবে। আমরা পারফর্ম করতে চাই এবং বাংলাদেশের সঙ্গে লড়াই করতে চাই।”
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
-
বাদ পড়ে অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল