‘মিরপুরে ওভারপ্রতি ৬ রানই হয়তো ভালো’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2021 11:29 AM BdST Updated: 28 Aug 2021 02:21 PM BdST
-
শুক্রবার প্রথম দিনের অনুশীলনে মিরপুরের উইকেটের কাছে কিউইরা। ছবি: বিসিবি।
অস্ট্রেলিয়া বুঝেছে খেলে, নিউ জিল্যান্ড বোঝার চেষ্টা করছে দেখে। টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার ঝড়, এসব মিরপুরে অচল। এখানে টি-টোয়েন্টির রূপ ভিন্ন। ব্যাটিংয়ের ধারাপাতই আলাদা। নিউ জিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র তাই বলছেন, রানের প্রত্যাশায় লাগাম টেনে তবে ব্যাট করতে হবে শের-ই-বাংলার ২২ গজে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি দারুণ কাজে দিয়েছে নিউ জিল্যান্ডের উপলব্ধির জন্য। ওই সিরিজে মন্থর ও টার্নিং উইকেটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তি দেখেছে কিউইরা। এজন্যই এই সিরিজের জন্য যতটা সম্ভব আদর্শ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে তারা। লিঙ্কনে তাদের ক্যাম্পে ধীরগতির ও ব্যবহৃত উইকেটে অনুশীলন করে বাংলাদেশে এসেছে তারা।
তবে সেই প্রস্তুতিই তো যথেষ্ট নয়। আগে এখানকার আবহাওয়ায় মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এরপর উইকেটের চ্যালেঞ্জ। প্রস্তুতি যতোই হোক, মিরপুরের উইকেটের মতো মাটি, ধরন তো আর হুবুহু নিউ জিল্যান্ডে বানানো সম্ভব নয়।
নিউ জিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র তাই বললেন, সিরিজ শুরুর আগে অনুশীলনের কয়েকটি দিন তারা খুব ভালোভাবে কাজে লাগাতে চান।
“অবশ্যই একটু অচেনা কন্ডিশন। নিউ জিল্যান্ডে আমরা যেমন পাই, সেটির চেয়ে ভিন্ন। এই কন্ডিশন ও তাপের সঙ্গে একটু মানিয়ে নিতে হবে। অবশ্যই অনেক আলাদা এখানে। পিচ অনেক টার্ন করবে, বল থমকে আসবে। আমাদের জন্য তাই দারুণ চ্যালেঞ্জ হবে এটি। আগামী কয়েক দিনে এখানে মানিয়ে নেওয়া ও নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিতে হবে।”
চ্যালেঞ্জ জয়ের সম্ভাব্য একটি ছক অবশ্য তাদের পরিকল্পনায় আছে। সেখানে টেকনিক্যাল ব্যাপার যেমন আছে, তেমনি আছে মানসিকভাবে মানিয়ে নেওয়ার ব্যাপারও।
“অনেক সোজা ব্যাটে খেলতে হবে এখানে। একটু বুঝে ব্যাট করতে হবে। এখানে হয়তো ওভারপ্রতি ৬ রান করে তুলতে পারলেই তা হবে ভালো। নিউ জিল্যান্ডে যেটা ওভারপ্রতি ৮ বা ১০।”
“আমাদের রান করার প্রত্যাশা হয়তো এখানে একটু কমাতে হবে। উইকেটে গিয়ে বুঝতে হবে, কেমন রান করতে চাই আমরা। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে যা দেখেছি, ১৩০ রান হয়তো এখানে জয়ের মতো স্কোর।”
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ