টানা ৫০ ইনিংসে ১০০ নেই কোহলির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2021 07:01 PM BdST Updated: 25 Aug 2021 07:01 PM BdST
একটা সময় বিরাট কোহলি হয়ে উঠেছিলেন সেঞ্চুরির প্রতিশব্দ। তার সেঞ্চুরি হিসাব রাখাই ছিল কঠিন। এগিয়ে যাচ্ছিলেন সব রেকর্ড ভেঙে। সেই কোহলির ব্যাট থেকেই এখন হারিয়ে গেছে শতরান। তার এই অস্বাভাবিক সেঞ্চুরি খরা এবার স্পর্শ করল ফিফটি!
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে জেমস অ্যান্ডারসনের বলে ৭ রানে আউট হন কোহলি। তাতেই তার সেঞ্চুরি খরা দীর্ঘায়িত হয় ৫০ ইনিংসে।
২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৫০ ইনিংসে দেখা পেলেন না তিনি তিন অঙ্কের।
এই ৫০ ইনিংসে তিনি ফিফটি করেছেন ১৭টি। এই সময়ে রান করেছেন ৪০.২৭ গড়ে। শূন্য রানে ফিরছেন ৫ বার।
বলার অপেক্ষা রাখে না, প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার দীর্ঘতম সেঞ্চুরি খরা।
এবারের আগে এক দফায় টানা ২৫ ইনিংস ও আরেক দফায় টানা ২৪ ইনিংস সেঞ্চুরি পাননি কোহলি। কাকতালীয়ভাবে, এবারের মতো আগের ওই দুইবারও সেঞ্চুরির সঙ্গে তার আড়ি শুরু বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পরই!
২০১৪ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের ইনিংসের পর আবার শতরানের দেখা পান তিনি আট মাস পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধর্মশালায়। মাঝে ২৫ ইনিংসে ফিফটি করেন ৬টি, শূন্য রানে ফেরেন ৪ বার, ব্যাটিং গড় ছিল ৩২.৮৫।
ওই দফার আগে দীর্ঘতম খরা ছিল তার ২০১১ সালে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিরপুরে অপরাজিত ১০০ করার পর সাত মাস পাননি সেঞ্চুরি। এই বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সেঞ্চুরি করে কাটে সেবারের খরা। মাঝের ২৪ ইনিংসে ফিফটি ছিল ৪টি, শূন্য ২ বার, ব্যাটিং গড় ছিল ২৩.৪১।
এই দফায় সবশেষ সেঞ্চুরিটি যখন করলেন কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি তখন ৭০টি। শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি করার কীর্তি ছোঁয়া তখন তার জন্য মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু ৫০ ইনিংসের এই খরা তুলে দিচ্ছে প্রশ্ন, কোহলি কি পারবেন?
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন