‘ইংল্যান্ডে ব্যাটিংয়ে ইগো রাখতে হয় পকেটে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2021 01:45 PM BdST Updated: 25 Aug 2021 01:45 PM BdST
ব্যাট হাতে মাঠে নেমে বোলারদের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করেন বিরাট কোহলি। ২২ গজে তিনিই রাজা। তবে খেলা যখন ইংল্যান্ডে, তখন সেই দাপুটে মনোভাবেও লাগাম টানতে হয়। কোহলির মতে, গোটা দুনিয়ায় ব্যাট করার বাস্তবতা একরকম, ইংল্যান্ডে ভিন্নরকম।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের সবরকম ছবিই দেখা আছে কোহলির। ২০১৪ সালের সফর তার জন্য ছিল বিভীষিকার। ১০ ইনিংসে কেবল ১৩৪ রান করেছিলেন ১৩.৪ গড়ে। ২০১৮ সালের সফর ছিল সাফল্য রাঙা। এবার ১০ ইনিংসে ৫৯৩ রান করেন ৫৯.৩০ গড়ে।
এবারের সফরে আবার তাকে এখনও দেখা যায়নি সেরা ছন্দে। দুই টেস্টের তিন ইনিংসে ফিফটি পাননি এখনও।
সব মিলিয়ে ইংল্যান্ডের উইকেট-কন্ডিশনে ব্যাটিংয়ের ধারাপাত তার জানা আছে ভালোই। তৃতীয় টেস্ট শুরুর আগে নিজের অভিজ্ঞতা থেকেই শোনালেন এখানে ব্যাটিং কতটা চ্যালেঞ্জিং।
“ইংল্যান্ডে কখনোই বলা যাবে না যে কোনো ব্যাটসম্যান এখন থিতু। ইগো পকেটে রাখতে হয় এখানে। অন্যান্য জায়গায় ৩০-৪০ রান করতে পারলেই নিজের চাওয়ামতো শট খেলার পথ খোঁজা যায়। কিন্তু এখানে কন্ডিশন ভিন্ন। প্রথম ৩০ রান যেভাবে খেলে করতে হয়, ওই একইভাবে পরের ৩০ করতে হয় এবং যতটা সম্ভব পুনরাবৃত্তি করে যেতে হয়। এই শৃঙ্খলা ও ধৈর্য এখানে দরকার।”
বাংলাদেশে খেলা একটি টেস্ট বাদ দিলে কোহলির টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বাজে ব্যাটিং গড় ইংল্যান্ডেই। ১৩ টেস্ট খেলে ৩৩.৮৪। তার কাছে ইংল্যান্ডে ব্যাট করাই গোটা ক্রিকেট বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন।
“ধৈর্য না ধরলে ইংল্যান্ডে যে কোনো সময়ই আউট হয়ে যেতে হয়। তা সে যত অভিজ্ঞ হোক বা যত রানই করে আসুক। ভালো সিদ্ধান্ত নেওয়া এখানে জরুরি। কারণ আমার মতে, ইংল্যান্ডের কন্ডিশন বিশ্বের সবচেয়ে কঠিন।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন