সরে দাঁড়ালেন বেঙ্গালুরু কোচ ক্যাটিচ

স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ শুরু হতে বাকি নেই এক মাসও। এর আগে কোচকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2021, 12:24 PM
Updated : 21 August 2021, 12:24 PM

তাতে অবশ্য খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় বেঙ্গালুরুর। কারণ, তাদের সঙ্গে ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়ে আছেন বিশ্বের সেরা কোচদের একজন মাইক হেসন।

আর তিনিই টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে বিরাট কোহলিদের কোচের দায়িত্ব পালন করবেন বলে শনিবার বিবৃতিতে জানিয়েছে বেঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন ক্যাটিচ। আইপিএলে কোচিংয়ে তার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে ২০১৯ সালের অগাস্টে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বেঙ্গালুরু।

ওই সময়ই নিউ জিল্যান্ডের সাবেক কোচ হেসনকে ক্রিকেট পরিচালকের পদে নিযুক্ত করা হয়। এবার দুটি দায়িত্ব একই সঙ্গে পালন করতে হবে কিংস ইলেভেন পাঞ্জাবের (পরিবর্তিত নাম- পাঞ্জাব কিংস) সাবেক এই কোচকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মে মাসে মাঝ পথে স্থগিত হয়ে যায় আইপিএল। নতুন করে সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ। পরের দিনই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে পয়েন্ট টেবিলে তিনে থাকা বেঙ্গালুরু।