দলের আগেই ঢাকায় নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2021 02:31 PM BdST Updated: 20 Aug 2021 02:31 PM BdST
দল বাংলাদেশে আসার চার দিন আগেই চলে এসেছেন নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডে ‘দা হানড্রেড’ টুর্নামেন্টে খেলে সরাসরি ঢাকায় এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন।
১০০ বলের ক্রিকেট আসরে খেলে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান দুজন। এখন তারা টিম হোটেলে আছেন কোয়ারেন্টিনে।
দা হানড্রেড-এ ডি গ্র্যান্ডহোম ভালো করতে পারেননি খুব একটা। সাউদার্ন ব্রেভ দলের হয়ে ৬ ইনিংস ব্যাট করে তার মোট রান ৫৬, এর মধ্যে শেষ ম্যাচেই করেন ৪০ রান। চার ইনিংস বল করে উইকেট নিতে পারেননি একটিও।
বার্মিংহাম ফোনিক্সের হয়ে অ্যালেন নিজের সেরা চেহারায় না থাকলেও এতটা খারাপ করেননি। ৮ ইনিংসে ১৬৫ রান করেন ২০.৬২ গড়ে। স্ট্রাইক রেট অবশ্য ছিল দারুণ, ১৫০।
স্কোয়াডের বাকি ক্রিকেটাররা নিউ জিল্যান্ড থেকে বাংলাদশে আসবেন আগামী মঙ্গলবার। দলের কয়েকজন কর্মকতা অবশ্য আসবেন শুক্র ও শনিবার মিলিয়ে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে।
নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা