পাকিস্তান সিরিজে আফগানদের ব্যাটিং কোচ গুনাবর্ধনে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2021 07:09 PM BdST Updated: 18 Aug 2021 07:09 PM BdST
-
শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান আভিশকা গুনাবর্ধনে। ছবি: আইসিসি।
দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি মিলেছে তিন মাস হলো। এরই মধ্যে নতুন দায়িত্ব পেয়ে গেলেন আভিশকা গুনাবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানকে কোচিং স্টাফে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি বুধবার জানায়, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন গুনাবর্ধনে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের সিরিজটি হবে আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হিল্টন ডিওন অ্যাকারমানের স্থলাভিষিক্ত হলেন দুর্নীতির অভিযোগে দুই বছর ধরে ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে না পারা গুনাবর্ধনে।
শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলা গুনাবর্ধনে খেলোয়াড়ী জীবন শেষে যোগ দেন কোচিং পেশায়। শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। কাজ করেছেন স্বদেশের ‘এ’ দল ও ইমার্জিং দলের কোচ হিসেবেও।
২০১৭ সালের টি-টেন টুর্নামেন্টে গুনাবর্ধনে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভেঙেছিলেন বলে ২০১৯ সালের মে মাসে অভিযোগ তোলে আমিরাত ক্রিকেট বোর্ড। এরপরই তাকে কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।
সাময়িক নিষেধাজ্ঞায়ও ছিলেন গুনাবর্ধনে। অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। তদন্ত শেষে গত মে মাসে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয় স্বাধীন একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। তখনই আইসিসি জানায়, এখন থেকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার গুনাবর্ধনে হলেন আফগানিস্তানের ব্যাটিং কোচ। কদিন আগেই দলটির বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম ঘোষণা করে এসিবি। দুজনেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন বলে ধারনা করা হচ্ছে।
তবে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির ক্রিকেট দল কবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিতে পারবে, তা এখনও নিশ্চিত নয়। কদিন আগে তালেবানরা দেশটির রাজধানী কাবুলও দখল করে নেওয়ার পর থেকে সেখানকার বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে।
এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি অবশ্য ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, তালেবানদের দেশ দখলের প্রভাব ক্রিকেটের ওপর পড়বে না।
-
৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল