তরুণ সিলসকে আইসিসির তিরস্কার

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলো সবে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন কেবল তৃতীয় ম্যাচ। এরই মধ্যে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন জেডেন সিলস। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে ডানহাতি এই পেসারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2021, 01:14 PM
Updated : 15 August 2021, 01:14 PM

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিন আচরণ বিধি ভাঙেন সিলস। এতে গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি পাকিস্তান ইনিংসের ৭০তম ওভারের। হাসান আলিকে আউট করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করে বসেন সিলস। যেটা হাসানকে আগ্রাসী প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করতে পারত।

সিলসের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি ১৯ বছর বয়সী এই খেলোয়াড় মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

জাতীয় দলের জার্সিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন সিলস। যা বহাল থাকবে আগামী ২৪ মাস।