বিশ্বকাপের আগেই ফিঞ্চের ফেরার প্রত্যাশা

অ্যারন ফিঞ্চের হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিজেদের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক সেরে উঠবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 10:18 AM
Updated : 13 August 2021, 10:18 AM

বৃহস্পতিবার হয় ফিঞ্চের অস্ত্রোপচার। তার পুরোপুরি সেরে উঠতে ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

“তার (ফিঞ্চ) সেরে উঠতে ৮-১০ সপ্তাহ সময় লাগবে। এর মানে অক্টোবরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে।”

হাঁটুর চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ফিঞ্চ। পরে আর না পেরে সফরের মাঝপথ থেকে দেশে ফিরেন তিনি।

করোনাভাইরাসের কঠিন এই সময়ে অস্ট্রেলিয়ায় ফিরে বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টিনে তাকে থাকতে হয় মেলবোর্নের একটি হোটেলে। সেখান থেকে মুক্তির পরই করালেন অস্ত্রোপচার।

এই চোটে বাংলাদেশ সফরেও খেলতে পারেননি ফিঞ্চ। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। ৪-১ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরেছে সফরকারীরা।

আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।