কোহলিকে ফিরিয়ে রবিনসনের ‘সবচেয়ে বড়’ উইকেট

আবির্ভাবেই আলো ছড়িয়ে টেস্ট ক্রিকেট রাঙাচ্ছেন অলিভার রবিনসন। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই তার শিকার ১২ উইকেট। তবে কাঙ্ক্ষিত এক উইকেটের দেখা পেলেন এই ইংলিশ পেসার তৃতীয় টেস্টে। এখনও পর্যন্ত যা তার কাছে ক্যারিয়ারের সবচেয়ে বড় উইকেট-বিরাট কোহলি! 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 06:09 AM
Updated : 13 August 2021, 06:09 AM

গত জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে রবিনসনের টেস্ট অভিষেক হয় সাফল্যে রাঙা। তবে ওই টেস্টের সময়ই পুরনো কিছু বিতর্কিত টুইট প্রকাশ্যে আসায় নিষিদ্ধ হন তিনি। পরে ক্রিকেট থেকে সাময়িক বিরতিও নেন।

তবে সেই দুঃসময়ের আঁধার ফুঁড়ে আবার সুসময়ের আলো ফিরতে সময় লাগেনি। দ্রুতই আবার ক্রিকেটে ফেরেন ২৭ বছর বয়সী পেসার। টেস্ট দলেও জায়গা ফিরে পান। ভারতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে ট্রেন্ট ব্রিজে শিকার করেন ৫ উইকেট। তবে সেখানে কোহলির উইকেট ছিল না।

লর্ডস টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার একটি উইকেটই নিতে পারেন তিনি। তবে সেটিই সেই মহামূল্য উইকেট। অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন আড়াই ঘণ্টা উইকেটে কাটিয়ে ৪২ রান করা কোহলি।

দিনের খেলা শেষে রবিনসন জানালেন কোহলিকে আউট করার পরিকল্পনা আর তা সফল হওয়ার অনুভূতি।

“এখনও পর্যন্ত বিরাট সম্ভবত আমার সবচেয়ে বড় উইকেট। আমি তাই দারুণ খুশি। দুর্দান্ত একটি মুহূর্ত সেটি।”

“তার জন্য পরিকল্পনা সবসময়ই ছিল ব্যাক অব লেংথে চতুর্থ-পঞ্চশ স্টাম্প লাইনে বোলিং করা। সৌভাগ্যবশত পরিকল্পনা কাজে লেগেছে।”

এই ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি খরা দীর্ঘায়িত হলো ৪৮ ইনিংসে।