ইংল্যান্ড দল থেকে বাদ পোপ

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ব্যাটসম্যান অলি পোপকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2021, 11:40 AM
Updated : 12 August 2021, 11:40 AM

ট্রেন্ট ব্রিজে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না এই কিপার-ব্যাটসম্যান। ম্যাচটি ড্র হয়েছিল। বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট।

গত ২ জুলাই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার সময় ঊরুতে চোট পেয়েছিলেন পোপ। এরপর আর মাঠে নামা হয়নি তার। তবে ইংল্যান্ড জাতীয় দল ছেড়ে দেওয়ায় রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে বৃহস্পতিবার ডার্বিশায়ারের বিপক্ষে খেলছেন সারের এই ব্যাটসম্যান।

২৩ বছর বয়সী এই ক্রিকেটার সবেশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছেন গত জুনে, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারা সিরিজে। দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি পোপ, রান করেন যথাক্রমে ২২, অপরাজিত ২০, ১৯ ও ২৩।

২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেকের পর ১৯ ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান, ফিফটি আছে পাঁচটি।

কাঁধের চোট কাটিয়ে চলতি বছরের শুরুতে ভারত সফরের দলে ছিলেন তিনি। চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে হেরেছিল ইংলিশরা। গড়ে ১৯ রান করেছিলেন পোপ।