২ পয়েন্ট হারিয়ে বিরক্ত কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2021 11:27 AM BdST Updated: 12 Aug 2021 11:27 AM BdST
একে তো সম্ভাব্য জয় হাতছাড়া হয়েছে শেষ দিনের বৃষ্টিতে। তার পরও মন্থর ওভার রেটের কারণে কাটা পড়েছে মূল্যবান দুটি পয়েন্ট। নিজেদের কারণে পয়েন্ট হারানোর ব্যাপারটি ভাবাচ্ছে বিরাট কোহলিকে। পরের টেস্ট থেকেই ভারতীয় অধিনায়ক উন্নতি দেখতে চান এই জায়গায়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ীই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ট্রেন্ট ব্রিজ টেস্টে মন্থর ওভার রেটের কারণে ভারত-ইংল্যান্ড, দুই দলেরই দুই পয়েন্ট করে কাটা গেছে। সঙ্গে গুনতে হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা।
লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কোহলির কণ্ঠে শোনা গেল এখানে উন্নতির তাড়না।
“দল হিসেবে আমরা মোটেও খুশি নই যে এমন একটা কারণে দুই পয়েন্ট হারাতে হয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয় ইনিংসে কয়েকটি ওভার আমরা পুষিয়ে দিতে পেরেছিলাম (দ্রুত করে), তার পরও দুই ওভারের ঘাটতি ছিল। এটাই আমাদের করা উচিত। খেলার গতির সঙ্গে তাল মেলানো উচিত।”
“ছোট ছোট জায়গায়, ১০-১৫ সেকেন্ড করে বাঁচাতে পারলেও তা বড় ব্যাপার হয়ে উঠতে পারে। দ্বিতীয় ইনিংসে আমরা সেই চেষ্টাই করেছি এবং তিন-চার ওভার পুষিয়ে দিতে পেরেছি। এতটা পেছনে পড়া উচিত নয় যে পড়ে আর তা পুষিয়ে দেওয়া যায় না।”
দুই দলের লর্ডস টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!