লাইফ সাপোর্টে ক্রিস কেয়ার্নস

গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন নিউ জিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 10:06 AM
Updated : 10 August 2021, 11:43 AM

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ৫১ বছর বয়সী এই অলরাউন্ডারের অসুস্থতার বিষয়টি উঠে আসে।

হার্টের সমস্যায় কেয়ার্নস গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ক্যানবেরায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু নিউ জিল্যান্ড হেরাল্ডসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, কোনো চিকিৎসাতেই তেমন কোনো সাড়া দিচ্ছে না তার শরীর।

অসুস্থ হয়ে পড়ার সময় ক্যানবেরাতে অবস্থান করছিলেন ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা কেয়ার্নস। তবে তাকে এখন সিডনিতে নেওয়া হতে পারে বলে ফক্স ক্রিকেটের প্রতিবেদনে বলা হয়েছে।

খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন ওই সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন, বিশেষ করে ছোট সংস্করণে। তার বাবা ল্যান্সও ক্রিকেট খেলেছেন নিউ জিল্যান্ডের হয়ে।

২০০০ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন কেয়ার্নস।