মিরপুরে জেতাতে হবে, বোলারদের আগেই বলেছিলেন অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2021 01:17 AM BdST Updated: 10 Aug 2021 01:17 AM BdST
জিম্বাবুয়েতে ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল বেশি। কিন্তু মিরপুরে চিত্রটা হবে উল্টো, আগেই অনুমান করেছিলেন মাহমুদউল্লাহ। বোলারদের বলেছিলেন, শের-ই-বাংলা স্টেডিয়ামে তাদেরই জেতাতে হবে। অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। মন্থর, নিচু টার্নিং উইকেটে গড়ে দিয়েছেন ব্যবধান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানে জিতেছে স্বাগতিকরা। সিরিজ ঘরে তুলেছে ৪-১ ব্যবধানে।
সিরিজ জুড়ে ছিল বোলারদের দাপট। তিন বা এর বেশি ম্যাচের সিরিজে টি-টোয়েন্টির ইতিহাসেই এই প্রথম ওভার প্রতি রান এসেছে ছয়ের কম। পাঁচ ম্যাচে দুই দলের ১০ ইনিংস মিলিয়ে রান রেট কেবল ৫.৮৫, সর্বোচ্চ কেবল ১৩১।
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের জবাব খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ মিলিয়ে ১৭ ওভারে তিনি দিয়েছেন কেবল ৬০ রান। ওভার প্রতি স্রেফ ৩.৫২ করে। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট।
ওভার প্রতি ৫.১১ রান করে দিয়ে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ নিয়েছেন ৮ উইকেট। ৫.৮৮ করে দিয়ে অফ স্পিনার মেহেদি হাসানের শিকার চার উইকেট।
একটু খরুচে ছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ৬.৩৮ করে রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সাকিব সমান উইকেট পেয়েছেন ওভার প্রতি প্রায় সাড়ে ছয় করে রান দিয়ে।
ব্যাটসম্যানদের ভোগান্তির সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে কেবল মিচেল মার্শ করতে পেরেছেন একশর বেশি রান। ১৫৬ রান করা টপ অর্ডার এই ব্যাটসম্যান ছাড়া পঞ্চাশ ছাড়াতে পেরেছেন কেবল বেন ম্যাকডারমট (৫৭)।
বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাকিব (১১৪) ও আফিফ হোসেনের (১০৯) একশর বেশি রান। কাছেই ছিলেন মাহমুদউল্লাহ ও মোহাম্মদ নাঈম, দুই জনই ৯১ করে। পঞ্চাশের বেশি রান করেছেন মেহেদি হাসানও (৭২)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক জানালেন, এই সিরিজে বোলারদের ভূমিকা কি হতে পারে আভাস দিয়ে রেখেছিলেন আগেই।
“বোলারদের সবাই মিলিতভাবে খুব ভালো করেছে। ওদের বেশ ভালোভাবেই উন্নতি হচ্ছে। জিম্বাবুয়ে ও এখানে আমাদের পেসার ও স্পিনাররা সত্যিই কঠোর পরিশ্রম করেছে। গুরুত্বপূর্ণ সময়ে ওরা স্নায়ু চাপ ধরে রেখেছে। টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে চাপ থাকবেই।”
“এই সিরিজ শুরুর আগে আমি বোলারদের সঙ্গে বসেছিলাম। ওদের বলেছিলাম, এখানে জেতানো ওদের দায়িত্ব। এই উইকেটে ওদের তৎপর হতে হবে। তবে এটা দলীয় চেষ্টা। ছেলেরা প্রতিটা ম্যাচে যেভাবে লড়াই করেছে, তা সন্তোষজনক।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন