বঙ্গবন্ধু ও তার পরিবারকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2021 10:07 PM BdST Updated: 09 Aug 2021 10:30 PM BdST
অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে বড় জয়ের পর মাহমুদউল্লাহ স্মরণ করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাসে জয় উৎসর্গ করলেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানে জিতেছে বাংলাদেশ।
সিরিজে তৃতীয়বারের মতো নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের কীর্তি গড়া স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে গুটিয়ে দেয় ৬২ রানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে কোনো দলের এটি সর্বনিম্ন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ৭২ ছিল আগের সর্বনিম্ন।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটাই সর্বনিম্ন। এর আগে সবচেয়ে কম রান ছিল ৭৯, ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অগাস্ট মাসের এই জয় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।”
এরপর ৪-১ ব্যবধানে জয়ী স্বাগতিকদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন