বঙ্গবন্ধু ও তার পরিবারকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে বড় জয়ের পর মাহমুদউল্লাহ স্মরণ করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাসে জয় উৎসর্গ করলেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 04:07 PM
Updated : 9 August 2021, 04:30 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানে জিতেছে বাংলাদেশ।

সিরিজে তৃতীয়বারের মতো নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের কীর্তি গড়া স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে গুটিয়ে দেয় ৬২ রানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে কোনো দলের এটি সর্বনিম্ন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ৭২ ছিল আগের সর্বনিম্ন। 

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটাই সর্বনিম্ন। এর আগে সবচেয়ে কম রান ছিল ৭৯, ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অগাস্ট মাসের এই জয় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।”

এরপর ৪-১ ব্যবধানে জয়ী স্বাগতিকদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান।