ধোনি বললেন, “নিজের মতো থাকতে চাওয়াই তাকে অসংখ্য মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে।“
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানে জিতেছে বাংলাদেশ।
সিরিজে তৃতীয়বারের মতো নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের কীর্তি গড়া স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে গুটিয়ে দেয় ৬২ রানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে কোনো দলের এটি সর্বনিম্ন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ৭২ ছিল আগের সর্বনিম্ন।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটাই সর্বনিম্ন। এর আগে সবচেয়ে কম রান ছিল ৭৯, ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অগাস্ট মাসের এই জয় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।”
এরপর ৪-১ ব্যবধানে জয়ী স্বাগতিকদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান।