৪০ ওভারেই ভারতের ৯ উইকেট নিতে পারত ইংল্যান্ড!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2021 11:29 AM BdST Updated: 09 Aug 2021 11:29 AM BdST
-
ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও কোচ ক্রিস সিলভারউড। ছবি: রয়টার্স।
-
বৃষ্টিতে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বিরাট কোহলি। ছবি: রয়টার্স।
ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চলছে আক্ষেপ আর স্বস্তির হিসাব-নিকাশ। কাদের সুযোগ ফসকে গেল আর কারা বেঁচে গেলেন। ম্যাচের প্রেক্ষাপটে হাহাকারটা ভারতের ড্রেসিং রুমেই বেশি থাকার কথা। কিন্তু জো রুট তা মানতে নারাজ। ইংল্যান্ড অধিনায়কের বিশ্বাস, শেষ দিনে ৪০ ওভারই তাদের জন্য যথেষ্ট ছিল ভারতকে হারাতে।
চার দিনের তুমুল লড়াইয়ের পর ট্রেন্ট ব্রিজ টেস্ট অপেক্ষায় ছিল রোমাঞ্চকর শেষ দিনের। চতুর্থ ইনিংসে ২০৯ রান তাড়ায় ১ উইকেটে ৫২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ভারত। শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে তাদের প্রয়োজন ছিল ১৫৭ রান।
কিন্তু সব উত্তেজনায় জল ঢেলে দেয় প্রকৃতি। একটি বলও গড়ায়নি শেষ দিনে।
উইকেট যদিও পেস সহায়ক ছিল, তবু ম্যাচের গতিপথ অনুযায়ী শেষ দিনে এগিয়ে ছিল ভারতই। তবে ম্যাচ শেষে রুট বললেন, নিজেদের সম্ভাবনা তারা প্রবলভাবেই দেখছিলেন।

বৃষ্টিতে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বিরাট কোহলি। ছবি: রয়টার্স।
“পঞ্চম দিনে রান তাড়ার চাপে সবকিছু দ্রুতই আমাদের পক্ষে আসতে পারত এবং আমরা অবশ্যই বিশ্বাস করেছি, ৯টি সুযোগ তৈরি করতে পারব। সব দিক মিলিয়ে চিন্তা করলে তাই, আবহাওয়া আসলে আমাদের কাছ থেকে রোমাঞ্চকর একটি দিন কেড়ে নিয়েছে, যা কিছুটা হতাশার।”
বিরাট কোহলির কণ্ঠে স্বাভাবিকভাবেই ফুটে উঠল আক্ষেপের সুর। ভারতীয় অধিনায়কের মতে, জয়ের অনেকটা কাছাকাছিই ছিল তার দল।
“এটা হতাশার। ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টি হবে বলে ধারণা ছিল আমাদের। কিন্তু বৃষ্টি এলো পঞ্চম দিনে। আমার মনে হয়, লক্ষ্য তাড়ার পথে খুব ভালো অবস্থানে ছিলাম আমরা। এটাই আমাদের চাওয়া ছিল, সিরিজের শুরুটা ভালো করা।”
“পঞ্চম দিনে সুযোগটা ঠিক আমাদের সামনেই ছিল। ১৫০ রানের মতো ছিল আর, একটি ভালো জুটিতেই কাজ হয়ে যেত। অবশ্যই আমরা মনে করি যে আমরা অনেক এগিয়ে ছিলাম। আমরা ভালো বোলিং করেছি, ভালো ব্যাটিং করেছি, যা আমাদের লড়াইয়ে রেখেছে।”
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে, আগামী বৃহস্পতিবার থেকে।
-
জুটি গড়ার চেষ্টায় মুশফিক-লিটন
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ