মাহমুদউল্লাহ-সাকিবদের কথায় ‘কলিজা বড় হয়’ শরিফুলদের

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এখন তারুণ্যের ছড়াছড়ি। তবে সেই তরুণদের ওপর ছায়া হয়ে আছেন দুই সিনিয়র ক্রিকেটার। তরুণদের উজ্জ্বল প্রতিনিধি শরিফুল ইসলাম বললেন, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের ইতিবাচক কথা তাদের সাহস জোগায় প্রতিনিয়ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 03:10 PM
Updated : 8 August 2021, 03:24 PM

সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের মতো চোটের কারণে চলতি অস্ট্রেলিয়া সফরেও নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। জৈব-সুরক্ষা বলয়ের নিয়মের কারণে এই সিরিজে নেই মুশফিকুর রহিমও। পারিবারিক কারণে নেই লিটন দাস। তরুণ ও অনভিজ্ঞদের তাই সুযোগ হচ্ছে নিয়মিত মাঠে নামার।

তারা পারফর্মও করছেন দারুণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ তারুণ্য নির্ভর দল নিয়েই। সেই তরুণদের প্রেরণা জোগানোর কাজটি করছেন সাকিব-মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরা।

সিরিজ জুড়ে বাংলাদেশের টিম স্পিরিট ও দলীয় প্রয়াস দেখা গেছে দারুণ। দুর্দান্ত বোলিং করা ২০ বছর বয়সী পেসার শরিফুল বিসিবির ভিডিও বার্তায় শোনালেন, তাদের প্রেরণার উৎসের কথা।

“রিয়াদ-সাকিব ভাই সবসময়ই ইতিবাচক। স্কোর যতই হোক না কেন, আমরা নামার আগে খুব ইতিবাচক কথা বলেন। যখন কোনো সিনিয়র ভাই, আমাদের জুনিয়র কাউকে ইতিবাচক কথা বলেন, তখন এমনিতেই আমাদের কলিজা অনেক বড় হয়ে যায়।”

“উনারা সবসময় ইতিবাচক চিন্তা করেন। একটা ইতিবাচক কথা সবসময়ই খেলার অনেক কিছু বদলে দেয়, খেলার বড় অংশ পরিবর্তন করে দেয়।”

সেই ইতিবাচকতা ফুটিয়ে তোলার আরেকটি প্রচেষ্টা থাকবে তাদের সোমবার। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।