'৫ উইকেটের চেয়ে কম নয় মুস্তাফিজের এই বোলিং'
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2021 02:11 AM BdST Updated: 07 Aug 2021 02:17 AM BdST
৪ ওভারে প্রয়োজন ৩৮। ক্রিজে একজন থিতু ব্যাটসম্যান, হাতে ৭ উইকেট। ম্যাচে তখন একটু এগিয়ে অস্ট্রেলিয়াই। কিন্তু বাংলাদেশের ছিলেন একজন মুস্তাফিজুর রহমান। তার দুটি জাদুকরী ওভার ঘুরিয়ে দিল মোড়। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের পর বাঁহাতি এই পেসারের প্রশংসায় মাতলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে জেতে বাংলাদেশ। টানা তৃতীয় জয়ে সিরিজ ঘরে তোলা স্বাগতিকরা এগিয়ে ৩-০ ব্যবধানে।
কোনো উইকেট পাননি মুস্তাফিজ। কিন্তু আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে রান দেন কেবল ৯। পাঁচ উইকেটের স্পেলের চেয়ে এই বোলিংকে কোনো অংশ কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না মাহমুদউল্লাহর।
“মুস্তাফিজের আজ যে স্পেল ছিল, পাঁচ উইকেট পেলে যেমন হয় এর চেয়ে কম কিছু ছিল না। তেমনই একটা স্পেল ছিল এটা। বিশেষ করে ১৯তম ওভারে এসে কেবল একটি রান দেওয়া, পাঁচটা ডট বল করা। অনেক বড় কিছু।”
প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, পরের ম্যাচে ২৩ রানে তিনটি। এবার উইকেট না পেলেও মূল কাজটা করে দিয়েছেন মুস্তাফিজই।
১৭ ও ১৯তম ওভারে বোলিং করে দেন কেবল ৫ রান। এর মধ্যে শেষ ওভারে কেবল ১। তখন ক্রিজে ছিলেন অ্যালেক্স কেয়ারি ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মতো দুই বিস্ফোরক ব্যাটসম্যান।
শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে ক্রিস্টিয়ান খেলেন টানা চারটি ডট বল। মুস্তাফিজের কাটারে যেন দিশা পাচ্ছিলেন না এই অলরাউন্ডার। সেই ওভারই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। অধিনায়কের আশা, দলকে এভাবেই অনেক দিন পথ দেখাবেন মুস্তাফিজ।
“আলহামদুলিল্লাহ, সে দলের জন্য সেরাটা দিয়েছে। আমি সব সময়ই এটা বিশ্বাস করি, সে একজন চ্যাম্পিয়ন বোলার। সে বিশ্বমানের একজন বোলার। ইনশাল্লাহ, সে আরও অনেক বছর দেশকে সার্ভিস দিবে এবং আরও অনেক ম্যাচ জেতাবে।”
-
জুটি গড়ার চেষ্টায় মুশফিক-লিটন
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ