‘দলকে উজ্জীবিত করার দায়িত্ব ছিল সাকিবের’

ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক, প্রত্যাশার চেয়ে একটু কম পুঁজি। বোলিং ইনিংসে মাঠে নামার সময় দলকে কিভাবে উজ্জীবিত করেছিলেন মাহমুদউল্লাহ? বাংলাদেশ অধিনায়ক জানালেন, এই ভার এ দিন তিনি দিয়েছিলেন সাকিব আল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 06:16 PM
Updated : 6 August 2021, 06:16 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

যদিও অস্ট্রেলিয়ানরা জুটি গড়েছে, ম্যাচ টেনে নিয়েছে শেষ পর্যন্ত। উত্তেজনা জিইয়ে ছিল শেষ ওভার পর্যন্তও। তবে শেষ দিকে মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১০ রানে।

প্রথম ইনিংস শেষে জয় নিয়ে সংশয়ের অবকাশ যথেষ্টই ছিল। বিশেষ করে, অভিষিক্ত ন্যাথান এলিসের হ্যাটট্রিকে ইনিংসের শেষটা বাংলাদেশের যেভাবে হয়, তাতে মনোবলে চোট লাগা অস্বাভাবিক ছিল না।

ম্যাচের পর মাহমুদউল্লাহ জানালেন, দল কিভাবে চাঙা হয়ে উঠেছিল।

“মাঠে নামার সময় আমি চেয়েছিলাম, সাকিব ছেলেদের সঙ্গে কথা বলুক। সাকিব বলেছে যে, ‘যেটাই হোক, বিশাল হৃদয় নিয়ে বোলিং করতে হবে। শুরুতে গোটা দুই উইকেট নিতে হবে এবং চাপ ধরে রাখতে হবে। প্রয়োজনীয় রান রেট ওভারপ্রতি আট-নয় রানে তুলতে হবে, তাহলে সুযোগ আসবে।”

বাংলাদেশ এগিয়েছে ঠিক সেই পথেই। উইকেট মাত্র দুটি হারালেও শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়ে ঠিক ৯ রান করেই। মিচেল মার্শ দারুণ ফিফটি করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা।

দলের এই লড়িয়ে মানসিকতা দারুণ তৃপ্তি দিয়েছে বাংলাদেশ অধিনায়ককে।

“ছেলেরা গুরুত্বপূর্ণ সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যেভাবে লড়াই করেছে ওরা, দেখে দারুণ লেগেছে। ওদের জন্য খুশি।”