চার ম্যাচ সিরিজের তিনটিই বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জেতা পাকিস্তান তাই সিরিজটি জিতে নিল ১-০ ব্যবধানে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ঝড়ো শুরু করেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ক্রিস গেইল।
মোহাম্মদ হাফিজকে তৃতীয় বলেই ছক্কায় ওড়ান ফ্লেচার। দুই বল পর মারেন আরেকটি। ওভার থেকে আসে ১৪ রান। তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমের ওভার থেকে গেইলের পরপর দুই চারের সুবাদে আসে ১২ রান।
হাসান আলি আক্রমণে এসে স্বাগতিকদের রানের গতিতে বাঁধ দেন। তার ওভারে কেবল একটি চারই আসে ফ্লেচারের ব্যাট থেকে। তিন ওভারে ৩০ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা।
এরপরই হানা দেয় বৃষ্টি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা শেষে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছিল কিছুটা। কিন্তু আবারও বাঁধ সাধে বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি।
স্থানীয় সময় দুপুর আড়াইটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওভারে ৩০/০ (ফ্লেচার ১৭*, গেইল ১২*; হাফিজ ১-০-১৪-০, ওয়াসিম ১-০-১১-০, হাসান ১-০-৪-০)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: চার ম্যাচের সিরিজ ১-০ তে জয়ী পাকিস্তান।