মাথায় বলের আঘাতে প্রথম টেস্টে নেই মায়াঙ্ক

ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে ধাক্কা খেল ভারত। মাথায় বলের আঘাত পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। কনকাশনের কারণে সিরিজের প্রথম টেস্টে তাকে পাচ্ছে না সফরকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 03:44 PM
Updated : 2 August 2021, 03:46 PM

আগামী বুধবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেওয়ায় ব্যস্ত ভারত দল। সোমবার ব্যাটিং অনুশীলন করতে এসে চোট পান মায়াঙ্ক।

নেট সেশনে মোহাম্মদ সিরাজের বাউন্সার এসে লাগে তার হেলমেটে। সঙ্গে সঙ্গেই তার চারপাশে জমা হন পেসার সিরাজ, কোচিং স্টাফ ও দলের সতীর্থরা। কিছুক্ষণ পরে ফিজিও নিতিন প্যাটেলের সঙ্গে নেট ছাড়েন তিনি। হেঁটে যাওয়ার সময় মাথার পেছনে ধরে রাখতে দেখা গেছে তাকে।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিবৃতিতে জানায়, মায়াঙ্কের পরীক্ষা করানো হয়েছে। কনকাশনের লক্ষণ দেখা গেছে তার মধ্যে। তাই তাকে আপাতত রাখা হচ্ছে চিকিৎসকদের পর্যবেক্ষণে।

চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত ওপেনার শুবমান গিল। এই সিরিজে তাই মায়াঙ্কের খেলার সম্ভাবনা ছিল প্রবল। তাকেও পাচ্ছে না ভারত।

মায়াঙ্কের প্রাথমিক বিকল্প হিসেবে ম্যানেজমেন্টের হাতে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ইশ্বরন ও লোকেশ রাহুল।