৮ বলেই শেষ উইন্ডিজ-পাকিস্তান ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2021 12:44 AM BdST Updated: 02 Aug 2021 12:54 AM BdST
-
ছবি: আইসিসি
দীর্ঘ অপেক্ষার পর থেমে গিয়েছিল বৃষ্টি। একটু একটু করে জাগছিল আশা। কিন্তু পিচ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারেননি আম্পায়াররা। মাঠ দেখেও তাদের মনে হয়নি, কাট অফ সময়ের আগে নিরাপদে ম্যাচ শুরু সম্ভব। তাই পরিত্যক্ত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি।
গায়ানায় রোববার খেলা হতে পারে কেবল ৮ বল। দুই ছক্কায় ৬ বলে ১৪ রান করেন আন্দ্রে ফ্লেচার। বাকি দুই বল খেলে একটি সিঙ্গেল নেন ওপেনিংয়ে ফেরা ক্রিস গেইল।
বৃষ্টির জন্য দেরিতে হওয়া টস জিতে কাইরন পোলার্ড নেন ব্যাটিং। আগের ম্যাচে মোহাম্মদ হাফিজের করা ইনিংসের দ্বিতীয় বলে আউট হয়েছিলেন ফ্লেচার। এবার মারেন ছক্কা। পরে মোহাম্মদ ওয়াসিমকেও ওড়ান ছক্কায়।
এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা সোয়া দুইটার কিছুক্ষণ আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
সিরিজ শুরুর আগেই পরিস্থিতির কারণে কমে যায় একটি ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ দাঁড়ায় চার ম্যাচে। এর দুটি ভেসে গেল বৃষ্টিতে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতা পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সিরিজে।
আগামী মঙ্গলবার একই মাঠে হবে চতুর্থ ও শেষ ম্যাচ।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা