করোনাভাইরাস আক্রান্ত শেন ওয়ার্ন

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হানড্রেডে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নতুন করে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন লন্ডন স্পিরিটের প্রধান কোচ শেন ওয়ার্ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 05:35 PM
Updated : 1 August 2021, 05:35 PM

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারকে রাখা হয়েছে আইসোলেশনে।

দলটির ম্যানেজমেন্টের আরেকজনেরও শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। তার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, রোববার সকালে অস্বস্তির কথা বলেন ওয়ার্ন। ফ্লো পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ ফল আসে। আপাতত পিসিআর পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

এর প্রভাব সাউদার্ন ব্রেভের বিপক্ষে তাদের এদিনের ম্যাচে পড়েনি। মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল।

ওয়ার্নের অনুপস্থিতিতে লন্ডনের দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ ডেভিড রিপলে।

টুর্নামেন্টের প্রথম ১০ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুটি দলের প্রধান কোচ। গত বৃহস্পতিবার ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের শরীরে ধরা পড়েছিল কোভিড-১৯। তার সঙ্গে দলটির আরও দুইজন সাপোর্ট স্টাফের শরীরে শনাক্ত হয় এই ভাইরাস।