সৌম্য-শরিফুল-নাঈমের উন্নতিতে খুশি ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2021 07:47 PM BdST Updated: 01 Aug 2021 08:06 PM BdST
-
ছবি: আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন হয়ে গেলেও এখনও পায়ের নিচে মাটি খুঁজে ফিরছেন সৌম্য সরকার। টি-টোয়েন্টিতে ঝলক দেখালেও ধারাবাহিক হতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট রাসেল ডমিঙ্গো। আর শরিফুল ইসলাম ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পেরেছেন। এই তিন জনের উন্নতিতে খুশি বাংলাদেশ কোচ।
Related Stories
ওয়ানডে ও টেস্ট দলে জায়গা হারিয়ে আপাতত কেবল টি-টোয়েন্টি সংস্করণে দেশের হয়ে খেলছেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা এই তরুণের ব্যাটে মিলেছে ধারাবাহিকতার আভাস। তিন ম্যাচে করেন দুই ফিফটি। সবশেষ আট ম্যাচে চারটি।
বল হাতেও ছিলেন বেশ কার্যকর। জিম্বাবুয়েতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে তিন ম্যাচে নেন তিন উইকেট।
প্রথম ম্যাচে ফিফটি করা নাঈম সুবিধা করতে পারেননি পরের দুই ম্যাচ। অপরাজিত ৬৩ রানের পর করেন ৫ ও ৩ রান। ১২ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন দুই অঙ্কে যেতে।
এর আগে একবারই আউট হয়েছিলেন এক অঙ্কের ঘরে, গত বছর লাহোরে পাকিস্তানের ব্পিক্ষে পেয়েছিলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। এখন পর্যন্ত দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪ গড়ে করেছেন ৩৭৪ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুলের জিম্বাবুয়ে সফর কেটেছে দারুণ। ২০ বছর বয়সী এই পেসার দুই ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট। তিন টি-টোয়েন্টিতে নিয়েছেন ছয়টি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার তাদের উন্নতিতে নিজের সন্তুষ্টির কথা জানান ডমিঙ্গো।
“গণমাধ্যম যাদের তরুণ খেলোয়াড় বলে এমন অনিয়মিত কিছু খেলোয়াড় খুব ভালো কিছু পারফরম্যান্স করেছে। সৌম্য কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছে। নাঈম শেখ ও শরিফুল ইসলাম ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছে।”
“দলের উন্নতি নিয়ে আমি খুশি। আমরা জানি, আমরা এখনও পরিপূর্ণ দল নই। এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে এখানে স্যতিই ভালো কিছুর ইঙ্গিত আছে, কিছু তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়রা খুব ভালো করছে।”
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’