ওয়ানডে ও টেস্ট দলে জায়গা হারিয়ে আপাতত কেবল টি-টোয়েন্টি সংস্করণে দেশের হয়ে খেলছেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা এই তরুণের ব্যাটে মিলেছে ধারাবাহিকতার আভাস। তিন ম্যাচে করেন দুই ফিফটি। সবশেষ আট ম্যাচে চারটি।
বল হাতেও ছিলেন বেশ কার্যকর। জিম্বাবুয়েতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে তিন ম্যাচে নেন তিন উইকেট।
প্রথম ম্যাচে ফিফটি করা নাঈম সুবিধা করতে পারেননি পরের দুই ম্যাচ। অপরাজিত ৬৩ রানের পর করেন ৫ ও ৩ রান। ১২ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন দুই অঙ্কে যেতে।
এর আগে একবারই আউট হয়েছিলেন এক অঙ্কের ঘরে, গত বছর লাহোরে পাকিস্তানের ব্পিক্ষে পেয়েছিলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। এখন পর্যন্ত দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪ গড়ে করেছেন ৩৭৪ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুলের জিম্বাবুয়ে সফর কেটেছে দারুণ। ২০ বছর বয়সী এই পেসার দুই ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট। তিন টি-টোয়েন্টিতে নিয়েছেন ছয়টি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার তাদের উন্নতিতে নিজের সন্তুষ্টির কথা জানান ডমিঙ্গো।
“গণমাধ্যম যাদের তরুণ খেলোয়াড় বলে এমন অনিয়মিত কিছু খেলোয়াড় খুব ভালো কিছু পারফরম্যান্স করেছে। সৌম্য কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছে। নাঈম শেখ ও শরিফুল ইসলাম ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছে।”
“দলের উন্নতি নিয়ে আমি খুশি। আমরা জানি, আমরা এখনও পরিপূর্ণ দল নই। এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে এখানে স্যতিই ভালো কিছুর ইঙ্গিত আছে, কিছু তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়রা খুব ভালো করছে।”