সিপিএলের আরেকটি দল কিনে নিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলের ছায়া বেড়েই চলেছে। লিগটির দল বারবাডোজ ট্রাইডেন্টসের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে রয়্যাল স্পোর্টস গ্রুপ, যারা আইপিএলের দল রাজস্থান রয়্যালসেরও মালিক। মালিকানা বদলে যাওয়ায় সিপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের নতুন নাম হয়েছে বারবাডোজ রয়্যালস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 03:29 PM
Updated : 30 July 2021, 03:29 PM

এই নিয়ে আইপিএলের তৃতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি সিপিএলের দলের মালিকানা কিনল। এর আগে ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের মালিক ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ কিনে নেয় ত্রিনিদাদ ফ্র্যাঞ্চাইজিকে যা এখন ত্রিনবাগো নাইট রাইডার্স হিসেবে পরিচিত। আর গত বছর পাঞ্জাব কিংসের মালিক ‘কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড’ কেনে সেন্ট লুসিয়া জুকসের মালিকানা।

বারবাডোজে রয়্যালসে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক শ্রীলংকা কিপার-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা এই লঙ্কান সামলাবেন বারবাডোজের দায়িত্বও। সাঙ্গাকারা আশাবাদী, বারবাডোজের মালিকানা নেওয়াতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিভাবান ক্রিকেটাররা রয়্যালস গ্রুপের উন্নতিতে সাহায্য করবে।

২০১৪ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন হওয়া বারবাডোজ গত আসরে ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়ে পঞ্চম হয়।

সিপিএলের ২০২১ আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৬ অগাস্ট, শেষ হবে ১৫ সেপ্টেম্বর।