উইন্ডিজ-পাকিস্তান সিরিজে কমে গেল ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2021 12:01 PM BdST Updated: 26 Jul 2021 12:01 PM BdST
-
ফাইল ছবি
প্রায় সব দেশই খেলছে ব্যস্ত সূচিতে। পিঠাপিঠি সিরিজ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এক সিরিজে সূচিতে রদবদলে তাই আরেক সিরিজে প্রভাব পড়াটাই স্বাভাবিক। সেটাই হলো ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হওয়ার প্রভাবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের একটি ম্যাচ কমে গেছে।
দুই বোর্ডের যৌথ সম্মতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে চারটিতে। তবে টেস্ট থাকছে দুটিই।
জৈব সুরক্ষা বলয়ের ভেতরের একজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ জুলাই খেলা শুরুর আগ মুহূর্তে স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। নতুন করে সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সবার নেগেটিভ ফল আসার পর গত শনিবার মাঠে গড়ায় ম্যাচটি।
এর প্রভাবে নির্ধারিত সময়ের একদিন পর আগামী বুধবার শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিক স্কেরিট জানান, পিসিবির সঙ্গে নানা দিক নিয়ে আলোচনার পর প্রথম টি-টোয়েন্টি বাতিল করাই তাদের কাছে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে। সিরিজের বাকি সূচি অপরিবর্তিত থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপে আছে।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার