আইপিএলের জন্য পাকিস্তান-আফগানিস্তান সিরিজের ভেন্যু বদল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2021 05:19 PM BdST Updated: 24 Jul 2021 05:21 PM BdST
ভেন্যু পরিবর্তন করা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজের। সংযুক্ত আরব আমিরাত থেকে সরিয়ে দুই দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি এখন হবে শ্রীলঙ্কায়।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শনিবার জানিয়েছে, তিন ম্যাচের এই সিরিজ হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে। আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ আয়োজন হওয়ার কথা থাকায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে দুই দলের লড়াই। স্থগিত হওয়া আইপিএলের বাকিটা শুরুর সম্ভাবনা রয়েছে ২০ সেপ্টেম্বর।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে চার ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর সবই নিরপেক্ষ ভেন্যুতে। চার ম্যাচেই হেরেছে তারা।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় সবশেষ ওয়ানডে হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানে হারিয়েছিল লঙ্কানরা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দ্বিতীয়বারের মতো ব্যবহৃত হচ্ছে এই স্টেডিয়াম।
সুপার লিগের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে আছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ওয়ানডের সবকটি জিতেছে তারা। ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে পঞ্চম পাকিস্তান।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া