সুপার লিগে আবারও পয়েন্ট কাটা পড়ল শ্রীলঙ্কার

এমনিতেই জয়ের দেখা নেই। আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় তলানির দিকে শ্রীলঙ্কা। এর মাঝেই আবারও দলটির জন্য এলো পয়েন্ট কাটা পড়ার দুঃসংবাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 09:23 AM
Updated : 23 July 2021, 09:23 AM

ভারতের বিপক্ষে গত মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে শ্রীলঙ্কা। সুপার লিগের নিয়ম অনুযায়ী ১ পয়েন্ট কাটা হয়েছে তাদের।

আরেকটি শাস্তিও পেয়েছে লঙ্কানরা। আইসিসির মন্থর ওভার রেটের নিয়মে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লের কাছে দোষ স্বীকার করে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। এতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে জয়ের খুব কাছেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু দিপক চাহারের অসাধারণ এক ইনিংসে তিন উইকেটের জয় তুলে নেয় ভারত। এবার পয়েন্ট হারিয়ে আরেকটি হতাশা হলো সঙ্গী।

এর আগেও মন্থর ওভারে রেটের জন্য পয়েন্ট হারিয়েছিল শ্রীলঙ্কা। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচেই দুই ওভার কম করে দুই পয়েন্ট হারায় তারা। ১৩ দলের সুপার লিগের পয়েন্ট টেবিলে ১২ নম্বরে এখন দলটি, ১২ পয়েন্ট তাদের।