পিছিয়ে গেল জিম্বাবুয়ে দলের আয়ারল্যান্ড সফর

কোয়ারেন্টিন নিয়ম কানুনের জটিলতায় পিছিয়ে গেছে জিম্বাবুয়ে দলের আয়ারল্যান্ড সফর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 08:22 PM
Updated : 22 July 2021, 08:25 PM

সফরটি শুরু হওয়ার কথা ছিল অগাস্টে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

সফরে ছিল তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো হওয়ার কথা ছিল বেলফাস্ট ও নর্দার্ন আয়ারল্যান্ডে। বেলফাস্টে প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুইটি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল নর্দার্ন আয়ারল্যান্ডে। বেলফাস্টে পরের দুই টি-টোয়েন্টি দিয়ে হতো সিরিজের সমাপ্তি।

সফরটি পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ নর্দার্ন আয়ারল্যান্ডে জিম্বাবুয়ে দলের যাওয়ার পর কোয়ারেন্টিন নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের বেঁধে দেয়া কিছু শর্ত।

নতুন সূচিতে অগাস্টের শেষ দিকে সিরিজ দুটি আয়োজনের ব্যাপারে আশাবাদী ক্রিকেট আয়ারল্যান্ড। প্রয়োজনে ভেন্যু বদলও হতে পারে।

জিম্বাবুয়ে এখন ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।