স্পিনে শক্তি বাড়াল উইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্পিনে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির দলে তারা যুক্ত করেছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও অফ স্পিনার কেভিন সিনক্লেয়ারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 06:00 PM
Updated : 14 July 2021, 06:00 PM

গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকিলের। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ক্যারিরিয়ানদের হয়ে সিনক্লেয়ারের অভিষেক গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে।

শিমরন হেটমায়ার ও ওবেড ম্যাককয়ের হালকা চোট থাকায় তাদের বিশ্রাম দিয়ে এই দুই স্পিনারকে দলে নেওয়া হয়েছে বলে জানান দলটির প্রধান নির্বাচক রজার হারপার।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার তৃতীয় ম্যাচটি তারা জেতে ৬ উইকেটে।

বাকি দুই টি-টোয়েন্টিও হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেন, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, কেভিন সিনক্লেয়ার, এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।