প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ের কাইয়ার বোলিং অ্যাকশন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট বেশ বাজে কেটেছে রয় কাইয়ার। বল-ব্যাট হাতে একদমই ব্যর্থ ছিলেন তিনি। এবার জিম্বাবুয়ের এই অফস্পিনিং অলরাউন্ডার পেলেন দুঃসংবাদ। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 02:40 PM
Updated : 14 July 2021, 02:41 PM

এক বিজ্ঞপ্তিতে আইসিসি বুধবার জানিয়েছে, হারারে টেস্টে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। করোনাভাইরাসের এই সময়ে নানা বিধিনিষেধের কারণে আইসিসির স্বীকৃত টেস্টিং সেন্টারে যেতে পারছেন না তিনি।

বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন কাইয়া।

গত রোববার শেষ হওয়া ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেন কাইয়া। একটি উইকেটও নিতে পারেননি। ব্যাটিংয়ে দুই ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। ম্যাচটি বাংলাদেশ জিতেছে ২২০ রানে।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় কাইয়ার। পাকিস্তানের বিপক্ষে ওই এক ওয়ানডের পর লম্বা সময় ছিলেন দলের বাইরে। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষেই টেস্ট অভিষেকের মধ্য দিয়ে ফেরেন তিনি জাতীয় দলে।

প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলে ১৪৩ উইকেট আছে কাইয়ার নামের পাশে। কিন্তু তিন টেস্ট ও এক ওয়ানডের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও উইকেটের দেখা পাননি তিনি।