আয়ারল্যান্ড দলে করোনাভাইরাসের হানা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছিলেন প্রথমবার। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না নিল রকের। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আয়ারল্যান্ডের এই কিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 12:22 PM
Updated : 11 July 2021, 12:22 PM

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের আয়ারল্যান্ড দলে রাখা হয়েছিল রককে। ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, ২০ বছর বয়সী এই ক্রিকেটারের বদলি হিসেবে দলে যোগ করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা স্টিভেন ডোহেনিকে।

রককে আপাতত টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। আরেকটি পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আরেকজন ক্রিকেটার ও স্টাফ রকের সংস্পর্শে এসেছিলেন। তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।

ডাক পাওয়া ডোহেনিকেও করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়ার সাপেক্ষে সোমবার দলে যোগ করা হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে রোববার শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মাঠের লড়াই। সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১৯ জুলাই।