তাসকিন-মিরাজের বোলিংয়ে জয় দেখছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2021 04:03 PM BdST Updated: 11 Jul 2021 04:34 PM BdST
প্রথম ইনিংসে দুই স্পিনারের উইকেট ৯টি, শেষ দিনে তাদের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ জানিয়ে দিলেন, তিনিও আছেন! পঞ্চম দিনের উইকেটে ৫০ ওভার পুরনো বলেই আগুন ঝরালেন এই পেসার। জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজও। পেস-স্পিনের যুগলবন্দীতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেল জয়ের পথে।
হারারে টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন দুই সেশনে তিন উইকেট। শেষ দিন লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ের রান ৭ উইকেটে ১৭৬ ।
৪৭৭ রানের লক্ষ্য তো ধরাছোঁয়ার বাইরে অনেক আগে থেকেই। উইকেটে টিকে থাকার লড়াইয়েও জিম্বাবুয়ে সফল হতে পারেনি তাসকিন-মিরাজের ধারাল বোলিংয়ে।
প্রথম সেশনে চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৩৬ রান। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মিরাজ।
ইনিংসে দুজনের নামের পাশে শিকার এখন তিনটি করে।
দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম ঘণ্টায় উইকেট ধরা দেয়নি একটিও, কারণ ধরতে পারেনি সুযোগ। হাতছাড়া হয় তিনটি ক্যাচ!
১৬ রানে দুই দফায় রক্ষা পান ডিওন মায়ার্স। মিরাজের বলে ক্যাচ ছাড়েন কিপার লিটন দাস, নিজের বলে তাসকিন। মিরাজের বলে স্লিপে সাকিব আল হাসান অল্পের জন্য নিতে পারেননি ডনাল্ড টিরিপানোর ক্যাচ।
পানি পানের বিরতির পর অবশ্য আর রক্ষা পায়নি জিম্বাবুয়ে। এক ওভারেই মিরাজ নেন দুই উইকেট।
দুইবার জীবন পাওয়া মায়ার্স ২৬ রানে আলতো ক্যাচ দেন মিড উইকেটে। পরের ব্যাটসম্যান টিমাইসেন মারুমা শূন্য রানে এলবিডব্লিউ দারুণ টার্ন করা বলে। ম্যাচে ‘পেয়ার’ পেলেন মারুমা।
রান না করেই ফেরেন এরপর রয় কাইয়াও। তাসকিনের ভেতরে ঢোকা ফুল লেংথ বলে এলবিডব্লিউ। মারুমার মতো তিনিও দুই ইনিংসেই আউট শূন্য রানে।
তাসকিন এরপর গতিময় এক দুর্দান্ত ইনডিপারে উপড়ে ফেলেন রেজিস চাকাভার স্টাম্প। বোল্ড করেছিলেন তিনি ভিক্টর নিয়াউচিকেও। কিন্তু ‘নো’ বল হওয়ায় টিকে যান নিয়াউচি। পরের বলে কটবিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
নিয়াউচি এরপর টিকে থাকেন লাঞ্চ পর্যন্ত। মূল ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে এক প্রান্তে গোটা সেশন কাটিয়ে দেন নাইটওয়াচম্যান টিরিপোনোও। তবে জিম্বাবুয়ের টেস্ট বাঁচানোর আশা মৃত প্রায়।
সংক্ষিপ্ত স্কোর (লাঞ্চ পর্যন্ত):
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৮
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৬
বাংলাদেশ ২য় ইনিংস: (২৮৪/১ (ডি)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৭, আগের দিন ১৪০/৩) ৬৭ ওভারে ১৭৬/৭ (মায়ার্স ২৬, টিরিপানো ২৭*, মারুমা ০, কাইয়া ০, চাকাভা ১, নিয়াউচি ২*; সাকিব ২০-৭-৩৩-১, মিরাজ ২৪-৮-৫২-৩, তাসকিন ১৬-৩-৫৪-৩, ইবাদত ৩-০-১৯-০, মাহমুদউল্লাহ ৪-০-৯-০)।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম