সাদমান-শান্তর ব্যাটে সাড়ে তিনশ ছাড়িয়ে লিড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2021 02:53 PM BdST Updated: 10 Jul 2021 03:50 PM BdST
প্রথম ইনিংসের লিডই অনেক বড়। সেটি আরও হৃষ্টপুষ্ট রূপ নিচ্ছে দ্বিতীয় ইনিংসে। জিম্বাবুয়ের ধারহীন বোলিংকে পাত্তা না দিয়ে বাংলাদেশ বাড়িয়ে চলেছে রান। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে লিড পেরিয়ে গেছে সাড়ে তিনশ।
হারারের টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশে রান দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৬৯।
প্রথম ইনিংসের ১৯২ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে ৩৬১ রানে।
চতুর্থ ইনিংসে ৩৩১ রানের বেশি কখনোই করতে পারেনি জিম্বাবুয়ে। ১৬২ রানের বেশি তাড়া করে জয়ের তাদের নেই।
টেস্টে তৃতীয় ফিফটি করে সাদমান লাঞ্চে গেছেন ১৪৪ বলে ৭২ রান নিয়ে। আগের সাত টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ৭৬ রানের। শান্ত অপরাজিত ৫৮ বলে ৪৭ রান করে।
শনিবার প্রথম সেশনে ৩২ ওভারে বাংলাদেশ তুলেছে ১১২ রান। জিম্বাবুয়ে নিতে পেরেছে কেবল সাইফ হাসানের উইকেট।
সাইফ-সাদমানের জুটি আগের দিন বিকেলেই পেরিয়ে যায় ফিফটি। নতুন দিনে প্রথম ওভারে ডোনাল্ড টিরিপানোর বলে ফ্লিক করে সাইফের বাউন্ডারিতে শুরু হয় লিড বাড়ানোর অভিযান। এগোতে থাকে তা অনায়াসেই।

সেই মায়ার্সই পরে ছাড়েন সহজ এক ক্যাচ। জীবন পান সাদমান।
১০১ বলে ফিফটি ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন সাদমান। ৫৫ রানে টিরিপানোর বল শরীর থেকে অনেক দূরে স্ল্যাশ করে তুলে দেন পয়েন্টে। মায়ার্স ফেলে দেন বলে হাত ছুঁইয়েও।
সাদমান এরপর একটু সতর্ক হন। তবে শান্ত রান বাড়াতে থাকেন দারুণ স্বচ্ছন্দেই। জিম্বাবুয়ের পেসাররা কোনো প্রভাব রাখতে পারেননি। রয় কাইয়ার স্পিনও ছিল নির্বিষ।
শান্ত দুটি ছক্কা মারেন কাইয়ার স্পিনে। প্রথমটি ক্রিজ ছেড়ে বেরিয়ে বোলারের মাথার ওপর দিয়ে, পরেরটি ইনসাইড আউটে এক্সট্রা কাভার দিয়ে।
বিরতির আগে সাদমান-শান্তর জুটিতে ৮১ রান উঠে গেছে ১১৩ বলেই।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া