মিরাজের আত্মবিশ্বাস বাড়ানো ৫ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2021 11:42 PM BdST Updated: 09 Jul 2021 11:42 PM BdST
দেশের মাটিতে রেকর্ড যত উজ্জ্বল, বাইরে ততটাই ম্লান। একাদশে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নিজের আত্মবিশ্বাসেও হয়তো একটু চোট লেগেছিল। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়ে নিজেকে যেন ফিরে পেলেন মেহেদী হাসান মিরাজ।
একমাত্র টেস্টে বাংলাদেশের ১৯২ রানের লিড নেওয়ায় বড় অবদান তরুণ এই অফ স্পিনারের। ৮২ রানে তিনি নেন ৫ উইকেট। তিন বছর পর দেশের বাইরে পেলেন পাঁচ উইকেটের স্বাদ। এর আগে পেয়েছিলেন একবারই, ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে।
তৃতীয় দিনের খেলা শেষে শুক্রবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ জানালেন, দেশের বাইরে পাঁচ উইকেট পাওয়ায় এখন আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে পারবেন তিনি।
“অনেক দিন পর পাঁচ উইকেট পেয়েছি টেস্টে। যখন একটা বোলার পাঁচ উইকেট পায় এটা তাকে অনেক আত্মবিশ্বাস যোগায়। আর দেশের বাইরে যখন পাঁচ উইকেট পায় এটা তো আরও অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ উইকেট পেয়েছিলাম আর এবার দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলাম। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।”
উইকেটে বল একটু নিচু হয়েছে, পরের দিকে টার্নও পেয়েছেন মিরাজ। দিনের শুরুতে তেমন কোনো সহায়তা না থাকায় বেশ ভুগতে হয়েছিল বলে জানালেন তিনি।
“উইকেট একটু বেশি স্লো আর ফ্ল্যাট ছিল। আমাদের স্পিনারদের জন্য অনেক কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি, যেন একটা জায়গায় বোলিং করতে পারি এবং রানটা যেন বেঁধে রাখতে পারি। আমরা চেয়েছি, ওরা যেন ভুল করে। এটাই আমরা চেষ্টা করেছি। স্পিনারদের এই জিনিসটা ভালো কাজে লেগেছে।”
বাংলাদেশের ৪৬৮ রান তাড়ায় এক সময়ে জিম্বাবুয়ের স্কোর ছিল ২ উইকেটে ২২৫। সেখান থেকে ৫১ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় স্বাগতিকরা। মিরাজ জানালেন, সে সময় অধিনায়ক মুমিনুল হক প্রতিপক্ষের রান তোলার গতিতে বাঁধ দেওয়ার কথা বলেছিলেন।
“আমরা যখন ফিল্ডিং শুরু করি, আমাদের অধিনায়ক একটা কথা বলেছিলেন, আমরা স্পিনাররা যেন রানটা বেঁধে রাখি এবং জায়গা মতো বোলিং করি। কারণ, তাদের জুটি হয়ে যাচ্ছিল। লাঞ্চের পরে কিন্তু আমরা খুব ভালো বোলিং করেছি। স্পিনার ও পেসাররা যারাই বোলিং করেছি, খুব ভালো করেছি। রান চেক দিয়েছি।”
“এক সেশনে কেবল (২৯ ওভারে) ৩৫ রান দিয়েছি এবং ৩ উইকেট পেয়েছি। আমাদের জন্য যা অনেক ভালো ছিল। অধিনায়ক বারবার বলছিলেন, উইকেট আসুক আর নাই আসুক আমরা যেন রান বেঁধে রাখি।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া