গালি খেয়েই তেড়ে গিয়েছিলেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2021 10:51 PM BdST Updated: 08 Jul 2021 10:51 PM BdST
-
তাসকিনের হেলমেটের গ্রিল ঠেসে মুখোমুখি মুজারাবানি। ছবি: ভিডিও থেকে।
-
তাসকিনের ‘ডান্স মুভ’, ব্যাটিংয়ের আগে একটু দেখিয়েছেন নাচের ঝলক। ছবি: ভিডিও থেকে।
-
তাসকিনের দৃষ্টিতে আগুন। ছবি: ভিডিও থেকে।
মাঠে মেজাজ হারাতে খুব একটা দেখা যায় না তাসকিন আহমেদকে। সেই তাকেই দেখা গেল ব্লেসিং মুজারাবানির দিকে তেড়েফুঁড়ে ছুটে যেতে। মুখোমুখি হওয়া, উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিদৃষ্টি, হয়ে যায় অনেক কিছুই। দিন শেষে তাসকিন জানালেন, বারবার উসকে দেওয়ার পরই অমন রুদ্র রূপ দেখা যায় তার।
হারারে টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারের ঘটনা সেটি। মুজারাবানির বলে চোখধাঁধানো এক অফ ড্রাইভে চার মারেন তিনি। পরের বলটি জিম্বাবুয়ের পেসার করেন শর্ট অফ লেংথ। পিচ করে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়েও ছেড়ে দেন তাসকিন। এরপর হাত আর শরীর বাঁকিয়ে খানিকটা ‘ডান্স মুভ’ দেখান তিনি।

তাসকিনের ‘ডান্স মুভ’, ব্যাটিংয়ের আগে একটু দেখিয়েছেন নাচের ঝলক। ছবি: ভিডিও থেকে।
দিনের খেলা শেষে বিসিবির ভিডিও বার্তায় তাসকিন জানালেন, গল্পের শুরুটা আরেকটু আগে থেকেই।
“ওদের সব পেস বোলার এসে আমাকে আক্রমণ করছিল, বাউন্সার মারছিল। ভালো জায়গায় বল করছিল। আউট করার চেষ্টা করছিল। আমি আসলে ভালো সামলাচ্ছিলাম। তো বিরক্ত হয়ে বেশ কবার আমাকে ও (মুজারাবানি) গালিও দিয়েছে।”

তাসকিনের দৃষ্টিতে আগুন। ছবি: ভিডিও থেকে।
তাসকিন অবশ্য এরপর নিজেকে সামলে নেন দ্রুতই। তবে মুজারাবানির লাইন-লেংথ হয়ে যায় এলোমেলো। তার পরের তিন ওভারেই বাউন্ডারি মারেন তাসকিন। এরপর দারুণ ব্যাটিংয়ে উপহার দেন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে গড়েন ১৯১ রানের জুটি।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া