মাহমুদউল্লাহ-তাসকিনের জুটিতে ৩৫০ পেরিয়ে বাংলাদেশ

মাহমুদউল্লাহকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ, এই আশায় ছিল বাংলাদেশ। কিন্তু তাসকিন বুঝি দেখাতে চাইলেন, তিনিও কম যান না! এই পেসারই হয়ে উঠলেন যেন মূল ব্যাটসম্যান। দুজনের দারুণ জুটিতে জিম্বাবুয়েকে হতাশ করে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের হলো দুর্দান্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 08:52 AM
Updated : 8 July 2021, 08:52 AM

হারারে টেস্টে ৯৬ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৫৪।

দ্বিতীয় দিনের প্রথম ১৩ ঘণ্টায় রান উঠেছে ৬০।

দুজনের অবিচ্ছিন্ন জুটির রান এখন ৮৪। নবম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা জুটি এটিই। আগের সেরা ছিল ২০০৫ সালে মাশরাফি বিন মুর্তজা ও তাপস বৈশ্যর ৩৫।

মাহমুদউল্লাহ খেলছেন ৭৯ রান নিয়ে, ক্যারিয়ার সেরা ইনিংসে তাসকিন অপরাজিত ৩৮ রানে।

৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ভিক্টর নিয়াউচি দিনের প্রথম ওভারটি করেন দুর্দান্ত। তবে দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানিকে দৃষ্টিনন্দন এক অফ ড্রাইভে চার মেরে ছুটতে শুরু করেন তাসকিন।

ওই ওভারেই একটি বল ছেড়ে দিয়ে মজা করে তাসকিন আহমেদ নাচের মতো ভঙ্গি করার পর কিছু একটা বলেন মুজরাবানি। তাসকিনও জবাব দেন এগিয়ে এসে। দুজন মুখোমুখি হওয়ায় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।

সেটির ফায়দা নেন তাসকিনই। মেজাম হারানো মুজারাবানির পরের তিন ওভারেই তিনি মারেন বাউন্ডারি।

৩২ রানে তাসকিন জীবন পান রিচার্ড এনগারাভার বলে। দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ফসকে যায় মিল্টন শুম্বার হাত থেকে।

এরপর আর সুযোগ পায়নি জিম্বাবুয়ে। ৮৪ রানের জুটি তাসকিনের ব্যাট থেকে এসেছে ৩৮, মাহমুদউল্লাহর ৩২।