মুশফিককে নিয়ে আশা, শঙ্কা তামিমকে নিয়ে

চোট পাওয়া অভিজ্ঞ দুই ক্রিকেটারের অগ্রগতি দুইরকম। হারারে টেস্টে মুশফিকুর রহিমকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে বড় সংশয় তামিম ইকবালের খেলতে পারা নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 03:26 PM
Updated : 5 July 2021, 05:17 PM

চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের বড় এই দুই ভরসা। শনিবার জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করেননি দুজনের কেউ। পরে দ্বিতীয় দিনে শেষ বিকেলে খানিকটা ব্যাটিং করেন তামিম। মুশফিক সেটিও করেননি।

তবে বিসিবির ভিডিও বার্তায় সোমবার কোচ রাসেল ডমিঙ্গো যা বললেন, তাতে মুশফিককে নিয়েই আশা বেশি।

“মুশফিক বেশ আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠবে। তার পুনর্বাসন খুব ভালো হয়েছে এবং সবকিছু ঠিক পথে আছে বলেই মনে হচ্ছে। তাই আত্মবিশ্বাস আছে যে সে খেলবে। তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। এখনও অনেক সংশয় আছে তাকে নিয়ে। শিগগিরই ওকে নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।”

তামিমের চোট হাঁটুতে, মুশফিকের আঙুলে। গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এই চোটে পড়েন দুজন। তামিম খেলতে পারেননি সুপার লিগের কোনো ম্যাচ। মুশফিক খেলতে পারেননি সুপার লিগের শেষ তিন ম্যাচ।