হেরাথের শেখানো কৌশল রপ্ত করার আশায় মিরাজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2021 11:29 PM BdST Updated: 04 Jul 2021 11:47 PM BdST
-
হেরাথের কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান মিরাজ।
-
বাংলাদেশের অনুশীলনে স্পিনারতের সঙ্গে রঙ্গনা হেরাথ।
দুই দিন অনুশীলন আর দুই দিনের প্রস্তুতি ম্যাচ। জিম্বাবুয়েতে রঙ্গনা হেরাথের পরামর্শ এতটুকুই পেয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাতেই অনেক আশার ছবি দেখতে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডারের ধারণা, নতুন স্পিন পরামর্শকের কাছ থেকে পাওয়া পরামর্শ রপ্ত করতে ও কাজে লাগাতে পারলে দারুণ উপকৃত হবেন স্পিনাররা।
এই জিম্বাবুয়ে সফর দিয়েই বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব শুরু হয়েছে হেরাথের। টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারের সঙ্গে বিসিবির চুক্তি আগামী অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
সময় তাই খুব বেশি নেই। তার কাছ থেকে যা নেওয়ার, দ্রুতই নিতে হবে বাংলাদেশের স্পিনারদের। তবে মাত্র দুই দিনের অনুশীলনে প্রভাব রাখতে শুরুটাও বিস্ময়কর। মিরাজের যদিও দাবি, স্পিনে হেরাথের বিশদ জ্ঞান ভাণ্ডার নমুনা তারা পেতে শুরু করেছেন।
হারারেতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে বিসিবির ভিডিও বার্তায় মিরাজ শোনালেন লঙ্কান স্পিন গ্রেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
“আমাদের নতুন যে স্পিন কোচ আছেন, তিনি আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন। অনেক সফল বোলার তিনি। আমাদের সঙ্গে তিন-চার দিন কাজ করেছেন, বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।”

বাংলাদেশের অনুশীলনে স্পিনারতের সঙ্গে রঙ্গনা হেরাথ।
“আরেকটা জিনিস, তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিকভাবে অনেক সমর্থন দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করি, তিনি যেসব পরামর্শ আমাদের দিচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি ও আরও কাজ করতে পারি এসব নিয়ে, তাহলে খুব উপকার হবে।”
জিম্বাবুয়ের উইকেট এমনিতে স্পিনারদের জন্য খুব সহায়ক না হলেও তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠের এই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে তিনটি করে উইকেট নেন মিরাজ ও সাকিব আল হাসান। টেস্ট ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠে অবশ্য স্পিনারদের সহায়তা থাকার সম্ভাবনা কমই।
আগামী বুধবার শুরু জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের একমাত্র টেস্ট।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন