রোমাঞ্চ নিয়ে টেস্টের অপেক্ষায় তাসকিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2021 10:02 PM BdST Updated: 02 Jul 2021 10:02 PM BdST
আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ৭ বছর পেরিয়ে গেছে। জিম্বাবুয়েতে খেলার অভিজ্ঞতা এখনও নেই তাসকিন আহমেদের। এই সময়টায় যে জিম্বাবুয়ে সফরই ছিল না বাংলাদেশের! এবার তাই তার রোমাঞ্চ একটু বেশিই। বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই ফাস্ট বোলার এখন তাকিয়ে সফরের একমাত্র টেস্টের দিকে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দ্বিতীয় দিনের অনুশীলন ছিল শুক্রবার। নেটে ঘাম ঝরানোর ফাঁকে বিসিবির ভিডিও বার্তায় তাসকিন শোনালেন তার রোমাঞ্চের কথা।
“আসলে আমি খুবই রোমাঞ্চিত। খুবই ভালো লাগছে, প্রথমবার জিম্বাবুয়ে এলাম। যদিও বায়ো-বাবলে থাকতে হচ্ছে, তবে সব মিলিয়ে এখানকার ফ্যাসিলিটিজ উপভোগ করছি। অপেক্ষা করছি যে কখন খেলা শুরু হবে।”
“আমাদের অনুশীলন সেশন ভালো হচ্ছে। বোলার, ব্যাটসম্যান সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল প্র্যাকটিস ম্যাচ খেলব। প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ থাকবে না আশা করি। যদিও জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাটা সহজ হবে না। তবে কঠিন কন্ডিশন ও প্রতিপক্ষের মুখোমুখি হয়েই খেলতে হয় আমাদের। কোনো ম্যাচই সহজ নয়। সেরাটা দিয়ে বের হয়ে আসতে হবে।”
‘বের হয়ে আসতে’ হলে তাসকিন ও পেসারদের রাখতে হবে বড় ভূমিকা। গত মে মাসে শ্রীলঙ্কায় বাংলাদেশের হতাশার সফরে পেস প্রতিকূল কন্ডিশন ও উইকেটেও দলের সেরা পারফরমার ছিলেন তাসকিন। হারারেতে কন্ডিশন অনেক আরামদায়ক, উইকেটও হওয়ার কথা পেস সহায়ক। পেসারদের দায়িত্বও তাই বেশি।
তাসকিন নিজেও অপেক্ষায় টেস্ট ম্যাচের জন্য।
“মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে আমাদের। সামনে আমাদের টেস্ট ক্রিকেট, এরপর ওয়ানডে, টি-টোয়েন্টি। একেকটি একেকরকম সংস্করণ, নিজেদের ওভাবেই তৈরি করতে হবে। তবে এখন শুধু টেস্ট ক্রিকেটেই ফোকাস করছি। টেস্ট ক্রিকেটের ধৈর্য এবং স্কিল, সবকিছু নিয়ে কাজ করছি।”
তাসকিনের পারফরম্যান্সে সাম্প্রতিক উন্নতির পেছনে আছে মাঠের বাইরে নিজেকে বদলে ফেলা। ফিটনেসের উন্নতি, মানসিকতা ও দৃষ্টিভঙ্গির বদল, সবকিছু মিলিয়েই তিনি জীবন ও ক্যারিয়ার সাজানোর চেষ্টা করছেন নতুন ভাবে। ২৬ বছর বয়সী পেসার বললেন, মাঠের বাইরের সেই প্রক্রিয়া মেনেই মাঠের সাফল্যের সন্ধান চালিয়ে যাবেন।
“আগের চেয়ে ভালো হচ্ছে, তবে এখন উন্নতির জায়গা আছে। আমি আসলে মাঠের বাইরের প্রক্রিয়টাই সবসময় অনুসরণ করছি। ওটাই আমার নিয়ন্ত্রণে আছে, সেখানে শতভাগ দিয়ে যাচ্ছি। এভাবে যদি উন্নতি করতে পারি আরও, তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু হবে এবং এই সিরিজ নিয়েও ভালো কিছু হওয়ার আশাবাদী আমি।”
শনি ও রোববার হারারের হাইফিল্ডে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন তাসকিনরা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু বুধবার থেকে।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম