ইংল্যান্ড সফর শেষ আভিশকার

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আভিশকা ফার্নান্দো। ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছেন শ্রীলঙ্কার টপ অর্ডার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 09:18 AM
Updated : 28 June 2021, 09:18 AM

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) রোববার বিবৃতিতে জানিয়েছে, ডান ঊরুতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে আভিশকার।

ইংল্যান্ড সফরে প্রথম দুই টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচেই এই চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। পরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। এবার ছিটকে পড়লেন পুরো ওয়ানডে সিরিজ থেকেই।

করোনাভাইরাসের এই সময়ে দেশের বাইরে প্রথম সফরে এসে সাদামাটা পারফরম্যান্সের পর পুরোটা খেলতে না পারার হতাশা নিয়ে ফিরতে হচ্ছে আভিশকাকে। প্রথম দুই টি-টোয়েন্টিতে রান করেন কেবল ০ ও ৬। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে যেতে পারেননি তিনি ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে।

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। আগামী মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ বৃহস্পতি ও রোববার।