করোনাভাইরাস: আক্রান্ত ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ রেফারি

করোনাভাইরাস ছোবল হেনেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে। তবে দুই দলের কোনো ক্রিকেটার নন, আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস। ফলে ওয়ানডে সিরিজ শুরুর আগে ম্যাচ অফিসিয়ালস বদলি করতে হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 05:02 PM
Updated : 27 June 2021, 05:02 PM

এর প্রভাব অবশ্য ওয়ানডে সিরিজের সূচিতে পড়বে না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী মঙ্গলবার হবে প্রথম ম্যাচ, পরের দুটি বৃহস্পতি ও রোববার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন হুইটিকেস। গত শুক্রবার করানো পিসিআর টেস্টে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে রোববার জানায় ইসিবি। হুইটিকেসের কোনো উপসর্গ নেই, তিনি ভালোই আছেন এবং তাকে ১০ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।

হুইটিকেসের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকায় ম্যাচ অফিসিয়ালস ও দুর্নীতি দমন ইউনিটের আরও সাতজনকে রাখা হয়েছে ১০ দিনের আইসোলেশনে। যেখানে আছেন প্রথম ওয়ানডের পাঁচ অফিসিয়ালও। আইসিসির ওয়েবসাইট অনুযায়ী, তাদের মধ্যে আছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড এবং দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো। প্রথম ওয়ানডেতে যাদের দায়িত্ব পালনের কথা ছিল।