আবাহনীর তৃতীয় হ্যাটট্রিক শিরোপা

যে জিতবে, শিরোপা তার। সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচটি যেন পরিণত হয়েছিল ফাইনালে। রোমাঞ্চকর সেই লড়াইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিরোপা ধরে রাখল আবাহনী। দেশের প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে তৃতীয়বারের মতো জিতল হ্যাটট্রিক শিরোপা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2021, 12:18 PM
Updated : 26 June 2021, 12:41 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৮ রানে জিতেছে আবাহনী। ১৫১ রান তাড়ায় ৯ উইকেটে ১৪২ রান করে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছর ১ রাউন্ড হয়েই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ। কঠিন পরিস্থিতি ও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ হয় টি-টোয়েন্টি সংস্করণে। বাতিল করা হয় গতবারের ম্যাচ।  

প্রথম পর্বে খেলাঘর, মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে হেরেছিল আবাহনী। প্রাইম ব্যাংকের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে সুপার লিগ শুরু করে দলটি। এই পর্বে তারা হারে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। অন্যদিকে, সুপার লিগে প্রাইম ব্যাংক হারে দুটি ম্যাচে। তাই শেষ রাউন্ডের ম্যাচ হয়ে যায় ‘ফাইনাল।’

১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল আবাহনী। সুপার লিগের মাঝপথে আঙুলের চোটে ছিটকে যান অধিনায়ক মুশফিকুর রহিম। বাকি অংশে দলকে নেতৃত্বে দেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ঘরোয়া ক্রিকেটে এই প্রথম কোনো শিরোপা জিতলেন মুশফিক।

১৯৭৪-৭৫ মৌসুমে ঢাকা মেট্রোপলিস প্রথম বিভাগ ক্রিকেট নামে শুরু হয় ঢাকার শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতা। প্রথম মৌসুমের চ্যাম্পিয়নও ছিল আবাহনী। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে প্রথম বিভাগ রূপান্তরিত হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

এবারের আসর ছিল ৪৩তম। ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে খেলা হয়নি। দুবার যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, একবার করে মোহামেডান ও বিমান। একমাত্র ক্লাব হিসেবে তিনবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো আবাহনী। একবারের বেশি নেই আর কারো।

ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে এই নিয়ে ২১ বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।

ঢাকা লিগের সফল ক্লাব:

ক্লাব

শিরোপা

আবাহনী লিমিটেড

২১ বার

মোহামেডান স্পোর্টিং ক্লাব

৯ বার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৬ বার

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব

৪ বার

ওল্ডডিওএইচএস ক্রিকেট ক্লাব

২ বার

ব্রাদার্স ইউনিয়ন

১ বার

গাজী ট্যাংক ক্রিকেটার্স

১ বার

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

১ বার

গাজী গ্রুপ ক্রিকেটার্স

১ বার

রোল অব অনার (২০০০ সাল থেকে)

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার্সআপ

২০১৯-২০

আবাহনী

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

২০১৮-১৯

আবাহনী

লেজেন্ডস অব রূপগঞ্জ

২০১৭-১৮

আবাহনী

লেজেন্ডস অব রূপগঞ্জ

২০১৬-১৭

গাজী গ্রুপ ক্রিকেটার্স

প্রাইম দোলেশ্বর

২০১৫-১৬

আবাহনী

প্রাইম দোলেশ্বর

২০১৪-১৫

প্রাইম ব্যাংক

প্রাইম দোলেশ্বর

২০১২-১৩

গাজী ট্যাংক

শেখ জামাল

২০১১-১২

ভিক্টোরিয়া

ওল্ডডিওএইচএস

২০১০-১১

আবাহনী

মোহামেডান

২০০৯-১০

মোহামেডান

বিমান বাংলাদেশ

২০০৮-০৯

আবাহনী

সূর্যতরুণ

২০০৭-০৮

আবাহনী

বিমান বাংলাদেশ

২০০৬-০৭

আবাহনী

মোহামেডান

২০০৫-০৬

ওল্ডডিওএইচএস

সোনারগাঁও ক্রিকেটার্স

২০০৪-০৫

ওল্ডডিওএইচএস

সিটি ক্লাব

২০০২-০৩

ভিক্টোরিয়া

মোহামেডান ও সিটি ক্লাব

২০০১-০২

ভিক্টোরিয়া

মোহামেডান

২০০০-০১

মোহামেডান

আবাহনী

* ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে লিগ হয়নি