‘কোহলিতে দেখি রিচার্ডস-পন্টিংকে, সে এতটাই ভালো’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2021 09:51 AM BdST Updated: 26 Jun 2021 09:51 AM BdST
-
কিন প্রজন্মের সেরাদের তিনজন, বিরাট কোহলি, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকে তুমুল সমালোচনা চলছে বিরাট কোহলির। প্রশ্ন উঠছে ফাইনালে ভারতের একাদশ নির্বাচন ও মাঠে তার নানা সিদ্ধান্ত নিয়ে। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন মহিন্দর অমরনাথ। সাবেক ভারতীয় অলরাউন্ডারের মতে, কোহলি দারুণ কাজ করে চলেছেন এবং তাকেই নেতৃত্বে রাখা উচিত।
সাউথ্যাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নাটকীয় শেষ দিনে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরে যায় ভারত। টেস্টের প্রথম বৈশ্বিক আসরের ম শিরোপা জিতে নেয় নিউ জিল্যান্ড।
এই হারের পর থেকে ভারতীয় দলের সমালোচনার পাশাপাশি শূলে চড়ানো হচ্ছে কোহলিকে। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমরনাথ বললেন, দল হেরেছে বলেই বলির পাঠা খোঁজা উচিত নয়।
“ বিরাট কোহলি গ্রেট ক্রিকেটার ও খুব ভালো একজন অধিনায়ক। আমাদের খুব আবেগতাড়িত হওয়া উচিত নয়। আমাদের প্রত্যাশা বরাবরই অনেক এবং তা যখন পূরণ হয় না, আমরা এমন কাউকে খুঁজতে থাকি, যার ঘাড়ে দোষ চাপানো যায়।”
শেষ দিনে ভারতের ব্যাটিং ধস শুরু হয় কোহলির বিদায়েই। তার সেঞ্চুরি খরাও দীর্ঘায়িত হয় আরেকটু। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরির পর টানা ৪৬ ইনিংস শতরানের দেখা পাননি তিনি, অনায়াসেই যা তার ক্যারিয়ারের দীর্ঘতম সেঞ্চুরি খরা।
তবে ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের পথে সেমি-ফাইনাল ও ফাইনালে ম্যান অব দা ম্যাচ হওয়া অমরনাথ জানিয়ে দিলেন, কোহলির ব্যাটসম্যানশিপ ও নেতৃত্বে তার আস্থা প্রবল।
“ নিশ্চিতভাবেই সে দারুণ কাজ করে চলেছে এবং তার মতো ক্রিকেটার এক যুগে একজনই আসে। বিরাট কোহলির মধ্যে আমি একসঙ্গেই ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংকে দেখি। কাজেই বুঝতেই পারছেন, কতটা ভালো ব্যাটসম্যান সে! অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার পারফরম্যান্সও ভালো হচ্ছে এবং অধিনায়কত্ব চালিয়ে যাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ।”
অমরনাথের মতে, ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচ না পাওয়াটা ভুগিয়েছে ভারতকে।
“ দল ব্যালান্সড আমাদের। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ প্রয়োজন। আমার তাই মনে হয়, ফাইনালের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় তারা পায়নি। তবে নিউ জিল্যান্ডকে অভিনন্দন, তারা সত্যিকারের বিজয়ী।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা