শ্রীলঙ্কা সিরিজ শেষ বাটলারের

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝপথে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দারুণ ছন্দে থাকা জস বাটলারকে হারিয়েছে তারা। পেশির চোটে শেষ চার ম্যাচ থেকে ছিটকে গেছেন এই কিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 01:24 PM
Updated : 25 June 2021, 01:24 PM

শুক্রবার এক বিবৃতিতে ইসিবি জানায়, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না বাটলারকে। পুনর্বাসনের জন্য বাসায় ফিরে গেছেন তিনি।

গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন বাটলার। ওই ম্যাচেই তার ডান পায়ের পেশিতে টান লাগে।

পরদিন সকালে করানো এমআরআইয়ে ধরা পরে সামান্য চিড়। পরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি বাটলার। ম্যাচটি ৫ উইকেট জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। 

তৃতীয় ও শেষ টি-টোয়ন্টির জন্য বাটলারের জায়গায় ডাকা হয়নি কাউকে। তবে টি-টোয়েন্টি দলে থাকা এই সংস্করণের এক নম্বর ব্যাটসম্যান দাভিদ মালানকে যোগ করে হয়েছে ওয়ানডে দলে।

আগামী শনিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলবে দুই দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার। পরের দুই ম্যাচ বৃহস্পতিবার ও ৪ জুলাই।