করোনাভাইরাসে আক্রান্ত প্রিটোরিয়াসের বদলি মুল্ডার

করোনাভাইরাস ছোবল দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ভিয়ান মুল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 05:28 PM
Updated : 24 June 2021, 06:05 PM

প্রিটোরিয়াসের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

গত মাসে ঘোষিত ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টি দলে ছিলেন না মুল্ডার। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে নিজের একমাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

নিতম্বের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন টেম্বা বাভুমা। পরে আঙুলে চোট পান দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক। সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। প্রথম টি-টোয়েন্টি থেকেই তাকে পাওয়ার আশা করছে দল।

টেস্ট দলের বিউরান হেনড্রিকসকেও নতুন করে টি-টোয়েন্টি দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি পেসার এই সংস্করণে সবশেষ খেলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, গত এপ্রিলে।

ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা এবার খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ আগামী রোববার।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।