করোনাভাইরাসে আক্রান্ত প্রিটোরিয়াসের বদলি মুল্ডার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2021 11:28 PM BdST Updated: 25 Jun 2021 12:05 AM BdST
-
ভিয়ান মুল্ডার
করোনাভাইরাস ছোবল দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ভিয়ান মুল্ডার।
প্রিটোরিয়াসের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
গত মাসে ঘোষিত ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টি দলে ছিলেন না মুল্ডার। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে নিজের একমাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
নিতম্বের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন টেম্বা বাভুমা। পরে আঙুলে চোট পান দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক। সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। প্রথম টি-টোয়েন্টি থেকেই তাকে পাওয়ার আশা করছে দল।
টেস্ট দলের বিউরান হেনড্রিকসকেও নতুন করে টি-টোয়েন্টি দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি পেসার এই সংস্করণে সবশেষ খেলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, গত এপ্রিলে।
ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা এবার খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ আগামী রোববার।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা