যে কারণে ওয়ানডে দলে সৌম্যর বদলি তাইজুল

ওয়ানডেতে সৌম্য সরকারের যা ফর্ম, তাতে তার বাদ পড়া খুব অপ্রত্যাশিত নয়। তবে বিস্ময় জাগাল তার বদলি ক্রিকেটারের নাম। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য জানালেন, টিম ম্যানেজমেন্টের চাওয়াই পূরণ করেছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 01:58 PM
Updated : 23 June 2021, 01:58 PM

জিম্বাবুয়ে সফরে সৌম্য জায়গা পেয়েছেন কেবল বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। টেস্টে তিনি ছিলেন না আগে থেকেই। এবার জায়গা হারালেন ওয়ানডে দলেও।

গত মার্চে নিউ জিল্যান্ড সফরে তিন ওয়ানডেতে সৌম্যর মোট রান ছিল ৩৩। পরে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি। এবার ছিটকে গেলেন স্কোয়াডের বাইরেই।

দল ঘোষণার পর বুধবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ব্যাখ্যা করলেন সৌম্যকে বাদ দেওয়ার কারণ।

“এখানে আমরা ছোট একটা পরিবর্তন এনেছি। টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া ছিল, বাড়তি একজন বাঁহাতি স্পিনার দেওয়ার। সেটা চিন্তা করে বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুলকে নেওয়া হয়েছে। যার কারণে, সেখান থেকে সৌম্যকে আমরা সরিয়েছি। তার সঙ্গে ব্যাটসম্যান হিসেবে সোহানকে এনেছি, মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে।”

কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান শুধু ওয়ানডেতে নয়, জিম্বাবুয়ে সফরে আছেন তিন সংস্করণের স্কোয়াডেই।